হোম > বিনোদন > দক্ষিণের সিনেমা

বাবাহীন পৃথিবী সন্তানের জন্য অন্ধকার ও বিবর্ণ: চঞ্চল চৌধুরী

প্রতিবছর জুনের তৃতীয় রোববার পুরো বিশ্বে পালিত হয় ‘বাবা দিবস।’ আর তাই পুরো বিশ্বেই বাবাদের নিয়ে দিনটি বিশেষভাবে উদ্‌যাপন করেন সন্তানেরা। সামাজিক যোগাযোগমাধ্যমে বাবা দিবসে বাবাকে নিয়ে স্মৃতিচারণা করেছেন শোবিজের তারকারা। গত বছরের শেষে বাবা হারানো জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ফেসবুকে তাঁর বাবাকে নিয়ে স্মৃতিচারণা করেছেন। তাঁর মতে, ‘বাবাহীন পৃথিবী যে একজন সন্তানের জন্য কতটা অন্ধকার ও বিবর্ণ, যে সন্তান বাবাকে হারিয়েছে, সেটা কেবল সেই জানে।’

চঞ্চল তাঁর ফেসবুকে লিখেছেন, ‘বাবাহীন পৃথিবী যে একজন সন্তানের জন্য কতটা অন্ধকার, বিবর্ণ… যে সন্তান বাবাকে হারিয়েছে, সেটা কেবল সেই জানে। বাবা দিবস এ বছর থেকে আমার কাছে চোখের নোনা জলে ভেসে যাওয়া সমুদ্র, অকূল পাথার, বাবা ডাকে আর্তনাদ করা সন্তানের হাহাকার।’

চঞ্চল আরও লিখেছেন, ‘সাদা কফিনে মোড়া বাবার বয়ে নেওয়া শরীরটা যখন চিতার আগুনে পোড়ে দাউ দাউ করে, অথবা কবরের অন্ধকারে চিরতরে বাবাকে রেখে আসে কোনো সন্তান, আমৃত্যু দেখা হয় না পিতা আর সন্তানের, তাঁর কাছে বাবা দিবস কতটা বেদনার, সেটা আর কেউ জানে না। ইহলোক বা পরলোকে সকল বাবা শান্তিতে থাকুন… এই প্রার্থনা। সকল বাবার প্রতি শ্রদ্ধা।’

উল্লেখ্য, দুই সপ্তাহ ধরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা থাকার পর গত বছরের ২৭ ডিসেম্বর সন্ধ্যায় মস্তিষ্কে রক্তক্ষরণ মারা যান চঞ্চল চৌধুরীর বাবা রাধাগোবিন্দ চৌধুরী।

অতীত ভুলে নতুন অধ্যায় শুরু করলেন সামান্থা

‘পুরুষদেরও পিরিয়ড হওয়া উচিত’ বলে ট্রলের মুখে যা বললেন রাশমিকা মানদানা

বিজয়ের শেষ সিনেমার মুক্তি নিয়ে অনিশ্চয়তা কাটল

রাজামৌলির ভিলেন এবার পৃথ্বীরাজ

প্রভাসের নতুন সিনেমা মুক্তি পাবে বাংলা ভাষায়

গোপনে বাগদান সারলেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা

তৈরি হবে ‘৯৬’-এর সিকুয়েল তবে শর্ত একটাই

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা দিলেন থালাপতি বিজয়

দক্ষিণি অভিনেতা মোহনলাল পাচ্ছেন দাদাসাহেব ফালকে পুরস্কার

জুঁই ফুলের মালার জন্য জরিমানা গুনতে হলো মালয়ালম অভিনেত্রীকে