হোম > বিনোদন > দক্ষিণের সিনেমা

পিছু হটবেন না থালাপতি বিজয়

বিনোদন ডেস্ক

থালাপতি বিজয়। ছবি: সংগৃহীত

তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। ৯ জানুয়ারি সিনেমাটির মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় জন নায়াগন। এর পর থেকে আদালতের দুয়ারে দাঁড়িয়ে আছে সিনেমাটির ভাগ্য।

জন নায়াগন নিয়ে সেন্সর বোর্ড ও আদালতের এই আপত্তির পেছনে রয়েছে সিনেমাটির বেশ কিছু দৃশ্য ও সংলাপ। ভারতের এই সময়ের রাজনীতির মুখোশ উন্মোচিত হয়েছে এসব দৃশ্য ও সংলাপে। সংবাদমাধ্যম গ্রেট আন্ধ্রা জানিয়েছে, ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন শর্ত দিয়েছে, একাধিক রাজনৈতিক সংলাপ ও স্পর্শকাতর দৃশ্য বাদ দিলেই মুক্তির অনুমতি পাবে জন নায়াগন।

সিনেমাটির প্রযোজক ও পরিচালক বেশ কিছু দৃশ্য পরিবর্তনের ব্যাপারে রাজি ছিলেন। তাঁরা চেয়েছিলেন সেন্সর বোর্ডের শর্ত মেনেই জন নায়াগন হলে মুক্তি দিতে। কিন্তু এমন শর্তের সামনে মাথা নত করতে রাজি হন থালাপতি বিজয়। তাঁর মতে, এসব সংলাপ ও দৃশ্য সিনেমাটির প্রাণ। তাই কোনোভাবেই এগুলো বাদ দেওয়ার পক্ষে নন তিনি। প্রয়োজনে আইনি লড়াই আরও চালিয়ে যাবেন। ২৭ জানুয়ারি মাদ্রাজ হাইকোর্টে আবারও হবে জন নায়াগনের শুনানি। সিনেমাটি আদৌ মুক্তি পাবে কি না, ওই দিন আসতে পারে চূড়ান্ত রায়।

জন নায়াগন এমন একটা সময়ে মুক্তি পাচ্ছে, যখন কয়েক মাস পরই তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন। এ নির্বাচনে লড়বে বিজয়ের রাজনৈতিক দল টিভিকে। ইতিমধ্যে জোর প্রস্তুতি শুরু করেছেন বিজয়। গতকালও দলের রাজ্য ও জেলা পর্যায়ের কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন। দলীয় প্রতীক হিসেবে বাঁশি উন্মোচন করেছেন।

বিশ্লেষকদের মতে, বিজয়ের সিনেমার মুক্তি পিছিয়ে যাওয়ার নেপথ্যে আছে জটিল রাজনৈতিক অঙ্ক। বিধানসভা নির্বাচনে বিজয়ের রাজনৈতিক দল টিভিকের সঙ্গে জোটের কথা ভাবা শুরু করেছে কংগ্রেস। বিজয়ও এ জোটের বিষয়ে সবুজসংকেত দিয়েছেন। সব মিলিয়ে বিজেপির রোষের মুখে পড়েছেন বিজয়। সেই প্রভাব পড়েছে তাঁর শেষ সিনেমার ওপর।

জন নায়াগনে বিজয় নিজের রাজনৈতিক বিশ্বাস ফুটিয়ে তুলেছেন বলে মনে করা হচ্ছে। বিজয় মনে করছেন, সেন্সর বোর্ডের শর্ত অনুয়ায়ী রাজনৈতিক সংলাপ ও দৃশ্য ফেলে দিলে সিনেমাটির মূল বিষয়ই বাদ পড়ে যাবে। তাই নিজের শর্তে অনড় তিনি।

বাউল কবি রশিদ উদ্দিনকে নিয়ে শাকুর মজিদের তথ্যচিত্র

এখনো অনিশ্চিত বিজয়ের শেষ সিনেমার মুক্তি

বলিউডে অভিষেক হচ্ছে দক্ষিণি অভিনেত্রী কল্যাণীর

ছোট বাজেটে বড় সাফল্য দক্ষিণি ইন্ডাস্ট্রিতে

নতুন লুকে চমকে দিলেন কিয়ারা আদভানি

অতীত ভুলে নতুন অধ্যায় শুরু করলেন সামান্থা

‘পুরুষদেরও পিরিয়ড হওয়া উচিত’ বলে ট্রলের মুখে যা বললেন রাশমিকা মানদানা

বিজয়ের শেষ সিনেমার মুক্তি নিয়ে অনিশ্চয়তা কাটল

রাজামৌলির ভিলেন এবার পৃথ্বীরাজ

প্রভাসের নতুন সিনেমা মুক্তি পাবে বাংলা ভাষায়