গত শুক্রবার মুক্তি পেয়েছে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা মহেশ বাবুর বহুল প্রত্যাশিত সিনেমা ‘গুন্তুর কারাম’। মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করে ৪১ কোটি ৩০ লাখ রুপি। এরপরদিন অর্থাৎ গতকাল শনিবার সিনেমাটির আয় কমেছে। রীতিমতো ছন্দপতন বলা যায়। হিন্দুস্তান টাইমস জানিয়েছে দ্বিতীয় দিন মাত্র ১৩ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।
বলিউডের বক্স অফিস রিপোর্ট প্রদানকারী সাকনিল্ক জানিয়েছে, প্রাথমিক অনুমান অনুসারে ত্রিবিক্রম শ্রীনিবাসের চলচ্চিত্রটি শনিবার দ্বিতীয় দিন মাত্র ১৩ কোটি রুপি আয় করেছে। দুই দিন শেষে ভারতীয় বক্স অফিস থেকে সিনেমাটি আয় করেছে ৫৪ কোটি ৩ লাখ রুপি।
এদিকে বিশ্বব্যাপী বক্স অফিসে সিনেমাটির ২ দিনে আয় করেছে ১২৭ কোটি রুপির বেশি। প্রথম দিনে বিশ্বব্যাপী আয় ছিল ৯৪ কোটি রুপির বেশি।