হোম > বিনোদন > দক্ষিণের সিনেমা

ইনস্টাগ্রামে থালাপতি, প্রথম ১৭ ঘণ্টায় ফলোয়ার ৪০ লাখ! 

দক্ষিণের সুপারস্টার থালাপতি বিজয় এতদিন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম থেকে দূরে ছিলেন। গতকাল রোববার ইনস্টাগ্রামে তাঁর আত্মপ্রকাশের পর তুলকালাম, অ্যাকাউন্টটি খোলার প্রথম ১৭ ঘণ্টায় তাঁর ফলোয়ার বা অনুসারী ছাড়িয়ে যায় ৪০ লাখ! এমনকি বিজয়ের পোস্ট করা প্রথম ছবিতে ৪০ লাখেরও বেশি লাইক পড়ে মাত্র ২৪ ঘণ্টারও কম সময়ে। 

বিজয় বর্তমানে ব্যস্ত আছেন লোকেশ কানারাজ পরিচালিত লিও সিনেমার শুটিংয়ে। সেখান থেকেই গতকাল নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে একটি ছবি শেয়ার করেন তিনি, যা মুহূর্তেই হয়ে যায় ভাইরাল। 

প্রথম ১০ লাখ অনুসারী পেতে থালাপতি বিজয়ের সময় লেগেছে মাত্র ৯৯ মিনিট। কম সময়ে ১০ লাখ অনুসারীর দ্রুততম রেকর্ডটি জনপ্রিয় দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএসের দখলে, রেকর্ডটি করতে তারা সময় নিয়েছিল ৪৩ মিনিট। এরপর দ্বিতীয় অবস্থানে আছে হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি, মাত্র ৫৯ মিনিটে তিনি ১০ লাখ অনুসারী পেয়েছিলেন। 

‘লিও’ সিনেমাটির নির্মাতা লোকেশ কানাগরাজের এলসিইউর (লোকেশ সিনেমাটিক ইউনিভার্স)-এর অংশ। তাই কাইথির দিল্লি ও বিক্রমকেও দেখা যেতে পারে এতে। জানা গেছে, আগামী আগস্ট নাগাদ ‘লিও’র শুটিং শেষ হবে। এরপর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ১৯ অক্টোবর। সিনেমাটিতে থালাপতি বিজয়ের সঙ্গে আরও অভিনয় করেছেন তৃষা কৃষ্ণাণ, সঞ্জয় দত্ত, অর্জুন, প্রিয়া আনন্দ প্রমুখ। এর বাজেট প্রায় ২০০ কোটি রুপি।

অতীত ভুলে নতুন অধ্যায় শুরু করলেন সামান্থা

‘পুরুষদেরও পিরিয়ড হওয়া উচিত’ বলে ট্রলের মুখে যা বললেন রাশমিকা মানদানা

বিজয়ের শেষ সিনেমার মুক্তি নিয়ে অনিশ্চয়তা কাটল

রাজামৌলির ভিলেন এবার পৃথ্বীরাজ

প্রভাসের নতুন সিনেমা মুক্তি পাবে বাংলা ভাষায়

গোপনে বাগদান সারলেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা

তৈরি হবে ‘৯৬’-এর সিকুয়েল তবে শর্ত একটাই

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা দিলেন থালাপতি বিজয়

দক্ষিণি অভিনেতা মোহনলাল পাচ্ছেন দাদাসাহেব ফালকে পুরস্কার

জুঁই ফুলের মালার জন্য জরিমানা গুনতে হলো মালয়ালম অভিনেত্রীকে