হোম > বিনোদন > গান

ভক্তের মেয়ের সঙ্গে দেখা করলেন জেমস

গত ২৪ অক্টোবরের কথা। স্টুডিওতে জেমসের সঙ্গে দেখা করতে এসেছে এক কিশোরী। ওর নাম মেহজাবীন আফসারা। এসএসসি পরীক্ষার্থী মেহজাবীন মায়ের সঙ্গে থাকে রাজধানীর মালিবাগে।

মেহজাবীনের বাবা ছিলেন নগর বাউল জেমসের দারুণ ভক্ত। গত বছর মারা গেছেন তিনি। বাবার মৃত্যুর পর তাই জেমসের সঙ্গে দেখা করার জন্য ব্যাকুল হয়ে ছিলেন মেহজাবীন। অনেক চেষ্টার পর মেহজাবিনের মা জেমসের সঙ্গে যোগাযোগ করতে সমর্থ হন। জেমস পুরো বিষয়টি শুনে মেহজাবীনের সঙ্গে দেখা করতে রাজি হন।

২৪ অক্টোবর ছিল সেই কাঙ্ক্ষিত দিন। মা-মেয়ে দুজন জেমসের স্টুডিওতে অপেক্ষা করছিলেন। সন্ধ্যার দিকে স্টুডিওতে আসেন জেমস। তাঁদের সঙ্গে কথা বলেন।

পুরো বিষয়টি প্রকাশ্যে এনেছেন রনি আনাম নামের এক তরুণ। তিনি সংগীতবিষয়ক একটি ফেসবুক পেজ পরিচালনা করেন। রনি বলেন, ‘জেমসকে বারবার বোঝাতে চাচ্ছিল মেহজাবীন যে, তাঁর বাবা জেমসের কত বড় ভক্ত ছিলেন। জেমসকে বাবা বলে ডেকেছে সে। জেমস তার মাথায় হাত রেখে সান্ত্বনা দেন। বলেন, ‘মা ঠিক মতো লেখাপড়া করবি।’

রনি আনাম বলেন, ‘আসলে মেয়েটির ভালোবাসা লোক দেখানো নয়। মেয়েটি জেমসের সঙ্গে দেখা করেছে তার বাবার শূন্যতা থেকে। জেমসের সঙ্গে মেহজাবীনের এই ছবিগুলো দূর থেকে তুলেছে তার মা।’

দক্ষিণ কোরিয়ার ২৭ বছর বয়সী জনপ্রিয় গায়িকার মৃত্যু নিয়ে প্রশ্ন

সাফল্যের শিখরে কেন ফুলস্টপ, অরিজিৎ ও জাকিরের সিদ্ধান্তের নেপথ্যে কী

তুহিনের সুরে সাফিনার ‘অবুঝ প্রেমের সাতকাহন’

দক্ষিণ কোরিয়ার বিটিএস মেক্সিকোতে জনপ্রিয় হয়ে উঠছে, আরও কনসার্ট চেয়ে প্রেসিডেন্টের চিঠি

ক্যারিয়ারের চূড়ায় কেন আকস্মিক অবসরের ঘোষণা অরিজিতের

প্লেব্যাক শিল্পীদের জন্য সুযোগ-সুবিধার দাবি ন্যান্‌সির

সিনেমায় আর গান গাইবেন না অরিজিৎ সিং

কায়া ও হেলালকে নিয়ে ফিরছেন হাবিব ওয়াহিদ

ভালোবাসা দিবসে আসছে ফাহমিদা ও জয়ের ‘চায়ের কাপে’

মিল্টন খন্দকারের কথা ও সুরে গাইলেন আঁখি আলমগীর