স্প্যানিশ ফুটবল তারকা জেরার্ড পিকে এখন অতীত। শোনা যাচ্ছে, নতুন সম্পর্কে জড়িয়েছেন পপসম্রাজ্ঞী। স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, ফর্মুলা ওয়ান তারকা লুইস হ্যামিল্টনের সঙ্গে মন দেওয়া-নেওয়া চলছে শাকিরার।
সম্প্রতি চর্চিত প্রেমিকের সঙ্গে ক্যামেরাবন্দী হন শাকিরা। যে ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে, সেখানে কলম্বিয়ান পপতারকার পাশে দেখা গেছে বিশ্বখ্যাত ফর্মুলা ওয়ান তারকা লুইস হ্যামিল্টনকে! মায়ামিতে ফর্মুলা ওয়ান রেসে অংশ নেন লুইস। রেসের শেষে শাকিরার সঙ্গে ডিনার করতেও দেখা যায় তাঁকে।
বার্সেলোনার সাবেক তারকা ফুটবলার জেরার্ড পিকে ও কলম্বিয়ার পপগায়িকা শাকিরার জুটি ছিল বিশ্বের সবচেয়ে রোম্যান্টিক ও প্রভাবশালী জুটিগুলোর একটি। তবে সবাইকে হতাশ করে এই তারকা জুটির ১২ বছরের সম্পর্ক ভেঙে যায়। কলম্বিয়ান গায়িকা ও স্পেনের সাবেক ডিফেন্ডারের দুটি সন্তান আছে।
তারকা জুটির সম্পর্ক ভেঙে যাওয়ার দায়টা অবশ্য পিকেরই। শাকিরার সঙ্গে প্রতারণা করেছেন তিনি। অন্য নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় শাকিরার কাছে হাতেনাতে ধরা পড়েছেন ২০১০ বিশ্বকাপজয়ী তারকা। এ ঘটনায় দুই সন্তান নিয়ে ইবিজা দ্বীপে চলে যান শাকিরা।