হোম > বিনোদন > গান

অতীত ভুলে কার প্রেমে মজেছেন শাকিরা

স্প্যানিশ ফুটবল তারকা জেরার্ড পিকে এখন অতীত। শোনা যাচ্ছে, নতুন সম্পর্কে জড়িয়েছেন পপসম্রাজ্ঞী। স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, ফর্মুলা ওয়ান তারকা লুইস হ্যামিল্টনের সঙ্গে মন দেওয়া-নেওয়া চলছে শাকিরার।

সম্প্রতি চর্চিত প্রেমিকের সঙ্গে ক্যামেরাবন্দী হন শাকিরা। যে ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে, সেখানে কলম্বিয়ান পপতারকার পাশে দেখা গেছে বিশ্বখ্যাত ফর্মুলা ওয়ান তারকা লুইস হ্যামিল্টনকে! মায়ামিতে ফর্মুলা ওয়ান রেসে অংশ নেন লুইস। রেসের শেষে শাকিরার সঙ্গে ডিনার করতেও দেখা যায় তাঁকে।

তবে শুধু এবারই নয়, সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার লুইসের সঙ্গে দেখা গেছে শাকিরাকে। সর্বশেষ স্প্যানিশ গ্রাঁ প্রিতে দ্বিতীয় স্থানে রেস শেষ করেন লুইস। সেই সাফল্য উদ্‌যাপনে বন্ধুদের পক্ষ থেকে বিশেষ পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানেও লুইসের পাশে ছিলেন শাকিরা। গত মাসে মায়ামিতে লুইসের সঙ্গে প্রমোদতরিতে সময় কাটাতেও দেখা গিয়েছে শাকিরাকে।

বার্সেলোনার সাবেক তারকা ফুটবলার জেরার্ড পিকে ও কলম্বিয়ার পপগায়িকা শাকিরার জুটি ছিল বিশ্বের সবচেয়ে রোম্যান্টিক ও প্রভাবশালী জুটিগুলোর একটি। তবে সবাইকে হতাশ করে এই তারকা জুটির ১২ বছরের সম্পর্ক ভেঙে যায়। কলম্বিয়ান গায়িকা ও স্পেনের সাবেক ডিফেন্ডারের দুটি সন্তান আছে।

সংবাদমাধ্যমে তাঁরা জানিয়েছিলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমরা আলাদা হয়ে যাচ্ছি। তবে আমাদের সন্তান আমাদের কাছে প্রধান অগ্রাধিকার। তাদের মঙ্গলের জন্য আমরা গোপনীয়তা বজায় রাখছি।’

তারকা জুটির সম্পর্ক ভেঙে যাওয়ার দায়টা অবশ্য পিকেরই। শাকিরার সঙ্গে প্রতারণা করেছেন তিনি। অন্য নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় শাকিরার কাছে হাতেনাতে ধরা পড়েছেন ২০১০ বিশ্বকাপজয়ী তারকা। এ ঘটনায় দুই সন্তান নিয়ে ইবিজা দ্বীপে চলে যান শাকিরা।

২০১০ বিশ্বকাপের সময় প্রথম সাক্ষাৎ হয় পিকে ও শাকিরার। সেই সময় থেকেই তাঁদের প্রেমের শুরু। তবে বিয়ে করেননি তাঁরা। দীর্ঘ ১২ বছরের সম্পর্ক শেষ পর্যন্ত ভেঙেই যায়।

প্রেম, বিচ্ছেদ ও স্মৃতির দোলাচলে ‘পালে লাগে নারে হাওয়া’

জুবিন গর্গের মৃত্যুর চার্জশিট দাখিল, চারজনের বিরুদ্ধে খুনের অভিযোগ

৬ ইয়াং স্টারকে নিয়ে ৩ বিচারকের গান

বাতিল হলো আতিফ আসলামের কনসার্ট, হতাশ শিল্পীরা

সংগীত নিয়ে রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা জানতে চান হামিন আহমেদ

বিজয়ের মাসে সুমীর চার গান

যৌথ আয়োজনে হবে আতিফ আসলামের কনসার্ট

গান-আড্ডায় শহীদ মাহমুদ জঙ্গীর ৭০ বছর

কনা বললেন, মেহেদিরাঙা ছবির সঙ্গে বিয়ের কোনো সম্পর্ক নেই

প্রকাশিত হলো শিরোনামহীনের ‘এই অবেলায় ২’