হোম > বিনোদন > গান

এল কনার নতুন গান ‘সোনা জান’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। ছবি: সংগৃহীত

গত মাসের শেষ দিকে সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে বিবাহবিচ্ছেদের খবর দিয়েছিলেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। সে সময় তিনি জানিয়েছিলেন ব্যক্তিগত সংকট পাশে রেখে মনোনিবেশ করতে চান গানে। গতকাল প্রকাশিত হলো কনার নতুন গান ‘সোনা জান’। কনা জানালেন, আরও কয়েকটি নতুন গান তৈরি করছেন তিনি। একে একে প্রকাশ করবেন সেগুলোও। শুধু তাই নয়, গান প্রকাশের পাশাপাশি বিভিন্ন কনসার্টেও অংশ নিচ্ছেন এই সংগীতশিল্পী।

কেএম মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে কনার নতুন গান সোনা জান। রবিউল ইসলাম জীবনের লেখা গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন আদিব কবির। মোহন ইসলামের নির্দেশনায় গানের ভিডিওতে মডেল হয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী অলিভিয়া সরকার। তাঁর সঙ্গে আছেন অমিত পাল। এটি বাংলাদেশে অলিভিয়ার প্রথম কাজ।

নতুন এই গান নিয়ে কনা বলেন, ‘গানের কথা ও সুর খুব ভালো হয়েছে। ব্যক্তিগতভাবে এটি আমার পছন্দের একটি গান। গানটি তৈরির শুরু থেকেই আমি যুক্ত ছিলাম। তবে মিউজিক ভিডিওতে আমাকে দেখা যাবে না। অনেক এফোর্ট দিয়ে মোহন ইসলাম ভিডিওটি বানিয়েছেন। অলিভিয়া সরকার ও অমিত পাল—দুজনেই অনেক ভালো করেছেন। আশা করছি, সব মিলিয়ে সোনা জান গানটি সবার ভালো লাগবে।’

গত সপ্তাহে সিঙ্গাপুরে কনসার্টে পারফর্ম করেছেন কনা। সিঙ্গাপুর যাওয়ার আগে খবর প্রকাশ হয় কে লিংক নামের গানের দল করেছেন কনা। সে দল নিয়েই পারফর্ম করবেন তিনি। এ প্রসঙ্গে জানতে চাইলে কনা জানান, কে লিংক কোনো নতুন দল নয়। কনা বলেন, ‘এই দলের সদস্যরা আগে থেকেই আমার সঙ্গে ছিলেন। আমার ড্রামার ছিলেন হানিফ ভাই। ২০২১ সালে তিনি সড়ক দুর্ঘটনায় মারা যান। কে লিংক নামটি তাঁর দেওয়া ছিল। এই দলে আছেন রাজা, জিকো, অন্তর, রাজিব ও দিপু।’

সিঙ্গাপুরে আয়োজিত কনসার্ট নিয়ে কনা বলেন, ‘খুব ভালো একটি অনুষ্ঠান হয়েছে। সেখানে বসবাসকারী অনেক প্রবাসী বাঙালি এসেছিলেন গান শুনতে। তাঁরা আমার সঙ্গে গলা মিলিয়েছেন। তাঁদের প্রতিক্রিয়ায় আমি মুগ্ধ।’

সামনে আর কী কী গান আসছে—জানতে চাইলে কনা বলেন, ‘মাত্রই সোনা জান প্রকাশ পেল। আমি চাই, এখন এই গানটি সবাই উপভোগ করুক। আরও কয়েকটা নতুন গান করছি। প্রস্তুত হলে একে একে প্রকাশ করব।’

কবীর সুমনের কথা ও সুরে সিনেমায় আসিফের গান

এ আর রাহমানের অভিযোগের পাল্টা যুক্তি দিলেন শান

৭২ বছর বয়সে আত্মজীবনী লিখলেন অঞ্জন দত্ত

বিয়ের গুঞ্জনে সিলমোহর দিলেন জেফার ও রাফসান

ইউসিবি নাইট মাতালেন রুনা লায়লা, হাবিব, প্রীতম ও দোলা

সোনার বাংলা সার্কাসের নতুন অ্যালবাম ‘মহাশ্মশান’

১০ বছরে কুঁড়েঘর ব্যান্ড

আইনি ব্যবস্থা নেবেন তৌসিফ

নব্বইয়ের দশকের আমেজে ফাহমিদা নবীর তিন গান

এ আর রাহমান এবার অভিনয়ে