হোম > বিনোদন > গান

ভারতে গানের আসরে গুলিবিদ্ধ হলেন ভোজপুরি কণ্ঠশিল্পী নিশা

গানের আসরে গুলিবিদ্ধ হয়েছেন ভোজপুরি জনপ্রিয় কণ্ঠশিল্পী নিশা উপাধ্যায়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এর প্রতিবেদন থেকে জানা যায় বিহারের সরন জেলার সেনদুরবা গ্রামের এক অনুষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

প্রতিবেদন থেকে জানা যায়, অনুষ্ঠানে আনন্দ উদ্‌যাপন করতে উপস্থিত দর্শক গুলিবর্ষণ করছিল। তাতেই আচমকা গুলি এসে লাগে নিশার গায়ে।

পুলিশ জানিয়েছে, গায়িকার বাম ঊরুতে গুলি লেগেছে। পাটনার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানোর পর সেখানেই চিকিৎসা চলছে। আপাতত বিপদমুক্ত নিশা।

জনতা বাজার থানার অফিসার নাসিরুদ্দিন খান বলেন, ‘এখনো কোনও অভিযোগ দায়ের করা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আমরা জানতে পারি ঘটনাটির ব্যাপারে, এর তদন্ত চলছে।’

বিষয়টি নিয়ে বিহারের শিল্প ও সংস্কৃতি মন্ত্রী জিতেন্দ্র কুমার রাই বলেন, ‘সাংস্কৃতিক অনুষ্ঠানে গুলি চালানো বেআইনি। অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে।

এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে নিশার পক্ষ থেকে এখনো পুলিশকে কোনো অভিযোগ জানানো হয়নি। তা সত্ত্বেও তৎপর হয়েছে জনতা বাজার থানার পুলিশ।

ইউসিবি নাইট মাতালেন রুনা লায়লা, হাবিব, প্রীতম ও দোলা

সোনার বাংলা সার্কাসের নতুন অ্যালবাম ‘মহাশ্মশান’

১০ বছরে কুঁড়েঘর ব্যান্ড

আইনি ব্যবস্থা নেবেন তৌসিফ

নব্বইয়ের দশকের আমেজে ফাহমিদা নবীর তিন গান

এ আর রাহমান এবার অভিনয়ে

নতুন অ্যালবাম নিয়ে ২০ মার্চ ফিরছে বিটিএস

কুমার বিশ্বজিতের সুরে মৌমিতার নতুন গান

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল

ফরিদা পারভীনের জন্মদিনে শিল্পকলায় বিশেষ আয়োজন