প্রকাশ হয়েছে মেজবাউর রহমান সুমনের সিনেমা ‘হাওয়া’র প্রথম গান। ‘সাদা সাদা কালা কালা’ শিরোনামে চমৎকার এই গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। গানটির গীতিকার ও সুরকার হাশিম মাহমুদ। পরিচালক সুমন জানান, হাশিমের কণ্ঠে গানটি ধারণের ইচ্ছা থাকলেও হয়ে উঠেনি। কণ্ঠ দিয়েছেন আরফান মৃধা।
গানটির পেছনের গল্প বলেছেন সুমন। তিনি বলেন, ‘গানটির গীতিকার ও সুরকার হাশিম মাহমুদ। আমি যখন চারুকলায় পড়তাম তখন অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা আর মানুষের সাথে আমার পরিচয় হয়েছিল এবং তারা বেশিরভাগই গানের মানুষ ছিল। তখন আমরা কাঁধে গীটার নিয়ে সারাদিন ঘুরে বেড়াতাম, গান করতাম। চারপাশে অনেকেই তখন গান করত।
এই গানটি আরফান মৃধা শিবলু গেয়েছেন। শিবলু বহু বছর ধরে হাশিমের সাথে এই গান গুলো গেয়ে আসছে। পরিচালক সুমন বলেন,‘এই গানটি ছাড়া হাশিম ভাইয়ের আরো অনেক সুন্দর সুন্দর গান আছে। কিন্তু সবগুলোই কোন সাধারণ ক্যামেরা অথবা মোবাইলে রেকর্ড করা। বছর দুই আগে ‘‘তোমায় আমি পাইতে পারি বাজি’’ মোবাইলে রেকর্ড করা গানটি ফেসবুকে বিভিন্নজনের ওয়াল ওয়ালে ঘুরতে দেখেছি। হাশিম ভাইয়ের কিছু গান অনেকের কাছেই হয়তো পরিচিত। কিন্তু হাশিম ভাইয়ের নামটা হয়ত অনেকেই জানেনা। আর ‘‘সাদা সাদা কালা কালা’’ হাশিম ভাই এবং আমাদের সেই সুসময়ের গান আর আমার প্রথম সিনেমার প্রথম গান।’
২৯ জুলাই মুক্তি পাবে ‘হাওয়া’। এর আগে সিনেমাটির ট্রেইলার প্রকাশ করা হয়েছে। তার পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শক মহলে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। আর এখন নিয়মিত প্রকাশ করা হচ্ছে সিনেমার চরিত্রগুলোর লুক।
সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সোহেল মন্ডল, সুমন আনোয়ার, নাজিফা তুষিসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।