হোম > বিনোদন > গান

বিচার না হওয়া পর্যন্ত ঢাবি ও জাবিতে গাইবেন না সানি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে গতকাল বুধবার চোর সন্দেহে তোফাজ্জল নামের এক যুবককে পিটিয়ে মেরেছে আবাসিক ছাত্ররা। অন্যদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একদল শিক্ষার্থীর হামলায় আহত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা মারা গেছেন। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে সামাজিক মাধ্যম। প্রতিবাদে শামিল হয়েছেন সংগীতশিল্পী আহমেদ হাসান সানি। ফেসবুকে তিনি জানান, এই দুই হত্যার বিচার না হওয়া পর্যন্ত ঢাবি ও জাবিতে গান করবেন না।

ফেসবুকে আহমেদ হাসান সানি লেখেন, ‘এই দুই হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমি আর ঢাবি ও জাবিতে গান করতে বা এমন কোনো কাজে যেতে চাই না। একজন শিল্পী হিসেবে এটা আমার বিবেকের প্রশ্ন। আমি খুনিদের বিচার চাই।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও সরব ছিলেন আহমেদ হাসান সানি। আন্দোলনের সময় ‘গণদাবি’ শিরোনামে একটি গান গেয়েছেন তিনি। সাঈদ জুবেরীর লেখা গানটি গাওয়ার পাশাপাশি সুরও করেছেন সানি। তিনি বলেন, ‘উত্তাল ছাত্র–জনতার সামনে দাঁড়িয়ে সমস্ত ভয় সাহসে রূপান্তরিত হয়। সেটাই তো আমরা দেখলাম। ছোট ছোট সাহসের কাঠি দিয়েই এত বড় অভ্যুত্থান ঘটেছে।’

হাসপাতাল থেকে ফিরে অভিমানী নচিকেতা

জয়তী ও সমরজিতের ‘যদি অকারণ’

প্রেম, বিচ্ছেদ ও স্মৃতির দোলাচলে ‘পালে লাগে নারে হাওয়া’

জুবিন গর্গের মৃত্যুর চার্জশিট দাখিল, চারজনের বিরুদ্ধে খুনের অভিযোগ

৬ ইয়াং স্টারকে নিয়ে ৩ বিচারকের গান

বাতিল হলো আতিফ আসলামের কনসার্ট, হতাশ শিল্পীরা

সংগীত নিয়ে রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা জানতে চান হামিন আহমেদ

বিজয়ের মাসে সুমীর চার গান

যৌথ আয়োজনে হবে আতিফ আসলামের কনসার্ট

গান-আড্ডায় শহীদ মাহমুদ জঙ্গীর ৭০ বছর