হোম > বিনোদন > গান

বিচার না হওয়া পর্যন্ত ঢাবি ও জাবিতে গাইবেন না সানি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে গতকাল বুধবার চোর সন্দেহে তোফাজ্জল নামের এক যুবককে পিটিয়ে মেরেছে আবাসিক ছাত্ররা। অন্যদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একদল শিক্ষার্থীর হামলায় আহত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা মারা গেছেন। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে সামাজিক মাধ্যম। প্রতিবাদে শামিল হয়েছেন সংগীতশিল্পী আহমেদ হাসান সানি। ফেসবুকে তিনি জানান, এই দুই হত্যার বিচার না হওয়া পর্যন্ত ঢাবি ও জাবিতে গান করবেন না।

ফেসবুকে আহমেদ হাসান সানি লেখেন, ‘এই দুই হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমি আর ঢাবি ও জাবিতে গান করতে বা এমন কোনো কাজে যেতে চাই না। একজন শিল্পী হিসেবে এটা আমার বিবেকের প্রশ্ন। আমি খুনিদের বিচার চাই।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও সরব ছিলেন আহমেদ হাসান সানি। আন্দোলনের সময় ‘গণদাবি’ শিরোনামে একটি গান গেয়েছেন তিনি। সাঈদ জুবেরীর লেখা গানটি গাওয়ার পাশাপাশি সুরও করেছেন সানি। তিনি বলেন, ‘উত্তাল ছাত্র–জনতার সামনে দাঁড়িয়ে সমস্ত ভয় সাহসে রূপান্তরিত হয়। সেটাই তো আমরা দেখলাম। ছোট ছোট সাহসের কাঠি দিয়েই এত বড় অভ্যুত্থান ঘটেছে।’

আইনি ব্যবস্থা নেবেন তৌসিফ

নব্বইয়ের দশকের আমেজে ফাহমিদা নবীর তিন গান

এ আর রাহমান এবার অভিনয়ে

নতুন অ্যালবাম নিয়ে ২০ মার্চ ফিরছে বিটিএস

কুমার বিশ্বজিতের সুরে মৌমিতার নতুন গান

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল

ফরিদা পারভীনের জন্মদিনে শিল্পকলায় বিশেষ আয়োজন

শুভমিতা ও ঊষা উত্থুপের কণ্ঠে সাবরিনার গান

কনসার্টে অস্থিরতার বছর

সংগীতে আলোচিত ঘটনা