হোম > বিনোদন > গান

শ্রীকান্ত এবার অভিনয়ের মঞ্চে

প্রখ্যাত সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্যকে এবার নাটকের মঞ্চে দেখা যাবে। মঞ্চে তিনি গাইতে নয়, উঠবেন অভিনয় করতে। চিত্রনাট্যের চরিত্র হয়ে সংলাপ আওড়াবেন! তাও আবার বিখ্যাত নির্মাতা সত্যজিৎ রায় সৃষ্ট চরিত্রে!

সত্যজিতের ‘গোলাপি মুক্তা রহস্য’ গল্প অবলম্বনে মঞ্চ নাটকের পরিকল্পনা করছে কলকাতার একটি নাট্যদল। আগামী ৮ মে নাটকটি মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে। এতেই অভিনয় করবেন শ্রীকান্ত আচার্য।

নাটকটিতে মুখ্য চরিত্র ফেলুদা হবেন ইন্দ্রশিস রায়। তবে শ্রীকান্ত কোন চরিত্রে অভিনয় করবেন, তা এখনো জানা যায়নি। এ ছাড়াও ‘নাট্য আনন’-এর দীর্ঘ দিনের কর্মী পঞ্চানন বন্দ্যোপাধ্যায় এবং অঞ্জনপ্রসাদ মজুমদারকেও দেখা যাবে এই নাটকে।

নাট্যদল সূত্রে খবর, ‘মীরাক্কেল’ খ্যাত মীর আফসার আলিরও অভিনয় করার কথা ছিল। শ্রীকান্ত যে চরিত্রে কাজ করবেন, মীরেরও সেই চরিত্র করার কথা ছিলো। কিন্তু বিশেষ কারনে বাদ পড়েছেন মীর। যুক্ত হয়েছেন শ্রীকান্ত আচার্য।

মঞ্চ নাটকে প্রথম অভিনয় হলেও, শ্রীকান্ত আচার্যের অভিনয়ের খবর এটাই প্রথম নয়। চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী জীবনী নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র। মূল চরিত্রে দেব অভিনয় করছেন। ছবিতে শ্রীকান্ত আচার্য হবেন দেবের বাবা।

আপাতত জি বাংলার ‘সা রে গা মা পা’ রিয়েলিটি শো তে বিচারকের আসনে দেখা যাচ্ছে শ্রীকান্ত আচার্যকে।

১০ ব্যান্ডের নতুন গান নিয়ে বিটিভিতে ব্যান্ড উৎসব

সম্মানী না পাওয়ার অভিযোগ মতিন চৌধুরীর, অস্বীকার করলেন দীপন

বড়দিন উপলক্ষে শিল্পকলায় বিশেষ আয়োজন

নতুন গান নিয়ে আসছেন পান্থ কানাই

হাদির জন্য গান

বাপ্পা মজুমদারের নতুন গান ‘এই ব্যথা’

ঢাকায় দুই কনসার্টে গাইলেন আতিফ আসলাম

হাসপাতাল থেকে ফিরে অভিমানী নচিকেতা

জয়তী ও সমরজিতের ‘যদি অকারণ’

প্রেম, বিচ্ছেদ ও স্মৃতির দোলাচলে ‘পালে লাগে নারে হাওয়া’