হোম > বিনোদন > গান

আসিফের নতুন গান

বিনোদন প্রতিবেদক, ঢাকা

আসিফ আকবর। ছবি: সংগৃহীত

গতকাল প্রকাশিত হলো আসিফ আকবরের ‘যত ভালোবাসি তোরে’ গানের ভিডিও। ডিপি মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটির ভিডিওতে মডেল হয়েছেন নয়ন সানি ও অভিনেত্রী প্রিয়া অনন্যা। ভিডিও পরিচালনা করেছেন মোহন ইসলাম।

যত ভালোবাসি তোরে গানের কথা লিখেছেন প্রসেনজিৎ মন্ডল। সুর ও সংগীত আয়োজন করেছেন অমিত কর। আসিফের গানে মডেল হওয়া প্রসঙ্গে অনন্যা বলেন, ‘এটি চমৎকার একটি রোমান্টিক গান। সেই আবহে তৈরি হয়েছে ভিডিওটি। বেশ ভালো হয়েছে। আসিফ ভাইয়ের গানের মডেল হতে পেরে খুব ভালো লাগছে।’

নয়ন সানি বলেন, ‘আধুনিক গানের জনপ্রিয় শিল্পী আসিফ ভাইয়ের চমৎকার এই গানে মডেল হতে পেরে আমি আনন্দিত। আমার মনে হয়েছে, এটি একটি ভালো ভিডিও হয়েছে। দর্শকদের ভালো লাগলে আমাদের চেষ্টা সফল হবে।’

এর আগে গত ১০ জুলাই প্রকাশিত হয়েছে আসিফ আকবরের আরও একটি গান। ‘তোমায় নিয়ে ভাবলে জলে চোখ ভিজে যায়, স্মৃতিগুলো মনে পড়ে ভীষণ কান্না পায়’—এমন কথায় গানটি লিখেছেন হাসানুজ্জামান মাসুম। গানের শিরোনাম রাখা হয়েছে ‘ভীষণ কান্না পায়’। রিদম অব ফ্রেন্ডস নামের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত গানটির সুর ও সংগীত করেছেন কিশোর দাশ। ভীষণ কান্না পায় গানটির ভিডিওতে অংশ নিয়েছেন আসিফ নিজে। ই-মিউজিকের ব্যানারে ভিডিওটি বানিয়েছেন ইয়ামিন ইলান। ক্যামেরায় ছিলেন দিপু ইসলাম।

প্রিয়া অনন্যা ও নয়ন সানি। ছবি: সংগৃহীত

আসিফ বলেন, ‘সব সময় আমার চেষ্টা থাকে শ্রোতাদের ভালো লাগার মতো গান উপহার দেওয়ার। এবারও এর ব্যত্যয় ঘটেনি। গানগুলো দর্শকদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।’

উল্লেখ্য, গত কোরবানির ঈদ উপলক্ষে আসিফ প্রকাশ করেছিলেন ‘মন যে ছুঁয়েছে মন’ শিরোনামের একটি দ্বৈতকণ্ঠের গান। এতে তাঁর সঙ্গে গেয়েছেন ভারতীয় কণ্ঠশিল্পী সাধনা সারগাম। আসিফ ইকবালের লেখা গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন রাজা কাশেফ। গানের ভিডিও বানিয়েছেন চন্দন রায় চৌধুরী। নির্বাহী প্রযোজক ছিলেন আরেক সংগীতশিল্পী জুয়েল মোর্শেদ। ভিডিওতে আসিফের সঙ্গে মডেল হয়েছেন মৌরি মাহদি।

প্রকাশিত হলো শিরোনামহীনের ‘এই অবেলায় ২’

হারমোনি অব ফ্রেন্ডশিপে সোনার বাংলা সার্কাস

আতিফের সঙ্গে একই মঞ্চে গাইবে ব্যান্ড নেমেসিস ও ফুয়াদ

মৃত্যুর ৪ দিন পর প্রকাশিত হলো জেনস সুমনের নতুন গান

ঢাকায় বোম্বে এক্সপেরিয়েন্সের কনসার্ট ও মাস্টারক্লাস

ফারিণের মন গলাবেন ইমরান

একের পর এক বন্ধ হচ্ছে বিদেশি শিল্পীদের কনসার্ট

আমরা সূর্যমুখীর সুবর্ণজয়ন্তীতে গাইবে জলের গান

মারা গেছেন ‘একটা চাদর হবে’খ্যাত গায়ক জেনস সুমন

আলিয়ঁস ফ্রঁসেজে আজ সন্ধ্যায় ‘দ্য ট্র্যাডিশন অব মেলোডি’