হোম > বিনোদন > গান

ভেন্টিলেশনে শাস্ত্রীয় সংগীতশিল্পী ওস্তাদ রশিদ খান, অবস্থা সংকটাপন্ন

প্রায় এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি শাস্ত্রীয় সংগীতশিল্পী ওস্তাদ রশিদ খান। মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি ঘটলে সংকটাপন্ন অবস্থায় আইসিইউতে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) নেওয়া হয় তাঁকে। রাখা হয়েছে ভেন্টিলেশন সাপোর্টে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

রশিদ খান প্রস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসায় তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন। বোনম্যারো প্রতিস্থাপনও করা হয়েছিল। কিন্তু, হঠাৎ করেই দেখা দেয় একাধিক সমস্যা। মাঝেমধ্যেই রক্তের প্লাটিলেট কমে যেত তাঁর। তাই প্লাটিলেট নিতে ভর্তি হতেন হাসপাতালে। গত ২১ নভেম্বর স্ট্রোক করলে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। সেই থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

দিনকয়েক আগে  অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। চিকিৎসকেরা জানিয়েছিলেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। রাইস টিউবের মাধ্যমে খাওয়ানো হয়েছিল তাঁকে। তবে, স্ট্রোকের কারণে তাঁর শরীরের বাঁদিক পক্ষাঘাতগ্রস্ত হওয়ার আশঙ্কা করছিলেন চিকিৎসেকরা। মঙ্গলবার ভোরে শিল্পীর অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। তাঁর চিকিৎসক সুদীপ্ত মিত্র বলেছেন, অত্যন্ত সংকটজনক অবস্থা। তাই ভেন্টিলেশনে দেওয়া হয়েছে তাঁকে।

শাস্ত্রীয়সংগীতের জগতে ওস্তাদ রশিদ খান জনপ্রিয় এক নাম। তিনি বেঙ্গল শাস্ত্রীয় সংগীত উৎসবে অংশ নিয়ে বাংলাদেশের শ্রোতাদেরও গান শুনিয়ে মুগ্ধ করেছেন।

‘ময়না’র পর কোনাল-নিলয়ের নতুন গান ‘ও জান’

তুমুল হট্টগোলে ফরিদপুরে পণ্ড হলো কনসার্ট, আয়োজকদের দুষলেন জেমস

১০ ব্যান্ডের নতুন গান নিয়ে বিটিভিতে ব্যান্ড উৎসব

সম্মানী না পাওয়ার অভিযোগ মতিন চৌধুরীর, অস্বীকার করলেন দীপন

বড়দিন উপলক্ষে শিল্পকলায় বিশেষ আয়োজন

নতুন গান নিয়ে আসছেন পান্থ কানাই

হাদির জন্য গান

বাপ্পা মজুমদারের নতুন গান ‘এই ব্যথা’

ঢাকায় দুই কনসার্টে গাইলেন আতিফ আসলাম

হাসপাতাল থেকে ফিরে অভিমানী নচিকেতা