হোম > বিনোদন > গান

বিটলসকে টপকে শীর্ষে টেইলর সুইফট

মার্কিন গায়িকা টেইলর সুইফট ‘ফেয়ারলেস’ অ্যালবাম প্রকাশ করেছিলেন ২০০৮ সালে। তাঁর জনপ্রিয় ‘লাভ স্টোরি’, ‘ইউ বিলং উইথ মি’ গান দুটি ছিলো একযুগেরও বেশি আগের ওই অ্যালবামে। এটি দিয়েই সারাবিশ্বে পরিচিতি পান সুইফট। সম্প্রতি ‘ফেয়ারলেস’ এর সবগুলো গান নতুনভাবে রেকর্ড করেছেন ৩১ বছর বয়সী এ গায়িকা।

পুরনো গানের এই নতুন রেকর্ডকে বলা হচ্ছে ‘টেইলর ভার্সন’। শ্রোতারা দারুণ পছন্দ করেছেন ভার্সনটি। নতুন এ অ্যালবামের হাত ধরে গত শনিবার টেইলর পেলেন বড় সুখবর। যুক্তরাজ্যের অফিশিয়াল অ্যালবামস চার্টে তাঁর নতুন ‘ফেয়ারলেস’ জায়গা করে নিল সর্বোচ্চ অবস্থানে!

এ সুখবরের হাত ধরে এল আরেকটি বড় অর্জন। ইউকে অফিশিয়াল অ্যালবাম চার্টে এর আগে সেরা অবস্থানে ছিল ইংল্যান্ডের বিখ্যাত রক ব্যান্ড ‘দ্য বিটলস’। গত ৫৪ বছর ধরে ওই অবস্থানটি নিতে পারেনি কেউ। এতোদিন পরে অর্ধ শতকেরও বেশি সময়ের রেকর্ড ভেঙে জায়গা করে নিলেন টেইলর সুইফট।

ক্যালিফোর্নিয়াভিত্তিক ট্যাবলয়েড টিএমজেড জানাচ্ছে,

গত ২৫৯ দিনের মধ্যে টেইলরের তিনটি অ্যালবাম ‘ফেয়ারলেস’, ‘ফোকলোর’ ও ‘এভারমোর’ টপচার্টে পরপর শীর্ষ স্থান দখল করেছে। ৫৪ বছর আগে ‘দ্য বিটলস’ এর তিনটি অ্যালবামও পরপর শীর্ষ স্থানে পৌঁছেছিল। কিন্তু ওই রেকর্ড করতে ব্যান্ডটির সময় লেগেছিল ৩৬৪ দিন।

এমন অর্জনে উচ্ছ্বাসে প্রায় বাকরুদ্ধ গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী টেইলর সুইফট। টুইটে তিনি বিস্ময় প্রকাশ করছেন, ‘এই প্রাপ্তি আমার ভেতরে বড়সড় ঝাঁকুনি দিয়ে গেছে। আসলেই! কীভাবে আমি এতো সৌভাগ্য পেলাম!’

বিস্মিত হলেও টেইলর সুইফট নিশ্চয়ই অনুমান করতে পেরেছিলেন তাঁর সঙ্গে বড় কিছু ঘটবে। তাই তো এক যুগেরও বেশি সময় পার করে পুরনো গান নতুন করে গেয়েছেন আবার। শ্রোতাদের প্রতি তাঁর ভরসা ছিলো। তাই প্রাপ্তিও এলো প্রত্যাশার চেয়ে বেশি।

সূত্র: মিড-ডে, বিলবোর্ড।

কবীর সুমনের কথা ও সুরে সিনেমায় আসিফের গান

এ আর রাহমানের অভিযোগের পাল্টা যুক্তি দিলেন শান

৭২ বছর বয়সে আত্মজীবনী লিখলেন অঞ্জন দত্ত

বিয়ের গুঞ্জনে সিলমোহর দিলেন জেফার ও রাফসান

ইউসিবি নাইট মাতালেন রুনা লায়লা, হাবিব, প্রীতম ও দোলা

সোনার বাংলা সার্কাসের নতুন অ্যালবাম ‘মহাশ্মশান’

১০ বছরে কুঁড়েঘর ব্যান্ড

আইনি ব্যবস্থা নেবেন তৌসিফ

নব্বইয়ের দশকের আমেজে ফাহমিদা নবীর তিন গান

এ আর রাহমান এবার অভিনয়ে