হোম > বিনোদন > গান

প্রকাশ পেল পলক হাসানের নতুন গান ‘হায়রে প্রবাস জীবন’

ইউটিউবে প্রকাশ পেয়েছে নতুন গান ‘হায়রে প্রবাস জীবন’। গানটি গেয়েছেন পলক হাসান সুমন। ইতিমধ্যে এই গানটি ইউটিউবে বেশ সারা ফেলেছে। 

আমাদের বাংলাদেশর গ্রাম অঞ্চলের প্রতিটা পরিবারে কেউ না কেউ প্রবাসে থাকে। প্রবাসের মাটিতে বিদেশিরা অনেক কষ্ট সহ্য করে। হায়রে প্রবাস জীবন গানটিতে সেই সকল প্রবাসীদের দুঃখ কষ্টের কথা উল্লেখ করা হয়েছে। 

হায়রে প্রবাস জীবন গানটি সম্পর্কে পলক ভাষার সুমন আমাদের জানান। ‘এর আগে আমার গাওয়া ইউটিউব এ বেশ অনেকগুলো গান প্রকাশ হয়েছে। অনেক দিন ধরে ভাবছি প্রবাসীদের নিয়ে একটি গান করব। হঠাৎ একদিন মডেল প্রীতম ভাই আমাকে ফোন করে বলল প্রবাসীদের নিয়ে একটি গান করার জন্য তার ইউটিউব চ্যানেলের জন্য। তারপর গানটি রেডি করলাম। অডিও অডিওটি কমপ্লিট করার পর সবার কাছে অনেক ভালো লাগল। প্রীতম ভাই এবং ডিরেক্টর জিসান বেশ সুন্দর একটি গল্প তৈরি করল এই গানটির জন্য।’ 

হায়রে প্রবাস জীবন গানটি লিখেছেন সালাউদ্দিন সাগর, গানটির সুর করেছেন পলক হাসান নিজেই, গানটির মিউজিক করেছেন সম্রাট আহমেদ, ভিডিও নির্মাণ করেছেন জেএস জিসান। গানটিতে মডেল হিসেবে অভিনয় করেছেন আনান খান, প্রীতম খান, পলক হাসান সুমন, প্রনমি, দোলন, তমা। মিউজিক ভিডিওটি প্রীতম খান অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।

ঢাকায় দুই কনসার্টে গাইলেন আতিফ আসলাম

হাসপাতাল থেকে ফিরে অভিমানী নচিকেতা

জয়তী ও সমরজিতের ‘যদি অকারণ’

প্রেম, বিচ্ছেদ ও স্মৃতির দোলাচলে ‘পালে লাগে নারে হাওয়া’

জুবিন গর্গের মৃত্যুর চার্জশিট দাখিল, চারজনের বিরুদ্ধে খুনের অভিযোগ

৬ ইয়াং স্টারকে নিয়ে ৩ বিচারকের গান

বাতিল হলো আতিফ আসলামের কনসার্ট, হতাশ শিল্পীরা

সংগীত নিয়ে রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা জানতে চান হামিন আহমেদ

বিজয়ের মাসে সুমীর চার গান

যৌথ আয়োজনে হবে আতিফ আসলামের কনসার্ট