হোম > বিনোদন > গান

ভাওয়াইয়া শিল্পী সালমা মোস্তাফিজের মৃত্যু

ভাওয়াইয়া সংগীতশিল্পী ও গীতিকার সালমা মোস্তাফিজ আর নেই। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। এই গুণী শিল্পীর ছেলে সাহস মোস্তাফিজ মৃত্যুসংবাদটি নিশ্চিত করেছেন।

সাহস মোস্তাফিজ বলেন, ‘গতকাল রোববার সকাল থেকেই মা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসা শুরু হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় গতকাল রোববার রাত ৯টা ৩০ মিনিটে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।’

সালমা মোস্তাফিজ সম্প্রতি স্ট্রোক করেন জানিয়ে সাহস মোস্তাফিজ বলেন, ‘মা এবারের একুশে বইমেলায় সর্বশেষ সংগীত পরিবেশন করেছিলেন। এর কিছুদিন পরই তিনি স্ট্রোক করেন। এর পর থেকেই শারীরিকভাবেই কিছুটা দুর্বল ছিলেন তিনি। সম্প্রতি তাঁর রক্তশূন্যতা ধরা পড়লে আমরা ইমার্জেন্সি হাসপাতালে নিয়ে যাই। সেখানেই তাঁর মৃত্যু হয়।’

সালমা মোস্তাফিজ ভাওয়াইয়া গানের জাতীয়ভিত্তিক বিশেষায়িত সংগঠন ভাওয়াইয়া অঙ্গনের চেয়ারম্যান ছিলেন। তাঁর স্বামী ভাওয়াইয়া শিল্পী, গীতিকার, সুরকার ও বাংলাদেশ বেতারের সংগীত প্রযোজক একেএম মোস্তাফিজুর রহমান। এ ছাড়া তিনি গাইবান্ধা থেকে প্রকাশিত মাসিক তিস্তার সহযোগী সম্পাদক এম সেরাজুল হক গাজীর মেয়ে।

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল

ফরিদা পারভীনের জন্মদিনে শিল্পকলায় বিশেষ আয়োজন

শুভমিতা ও ঊষা উত্থুপের কণ্ঠে সাবরিনার গান

কনসার্টে অস্থিরতার বছর

সংগীতে আলোচিত ঘটনা

বিশ্বসংগীতের জমকালো বছর

‘ময়না’র পর কোনাল-নিলয়ের নতুন গান ‘ও জান’

তুমুল হট্টগোলে ফরিদপুরে পণ্ড হলো কনসার্ট, আয়োজকদের দুষলেন জেমস

১০ ব্যান্ডের নতুন গান নিয়ে বিটিভিতে ব্যান্ড উৎসব

সম্মানী না পাওয়ার অভিযোগ মতিন চৌধুরীর, অস্বীকার করলেন দীপন