হোম > বিনোদন > গান

ফের ভাইরাল রানু মণ্ডল

ফের ভাইরাল হলেন রানু মণ্ডল। এবার তিনি গাইলেন ‘বাচপান কা পেয়ার’। লতা মঙ্গেশকরের ‘তেরি মেরি কাহানি হ্যায়’ গানটি গেয়ে বছরখানেক আগে ভাগ্য ফিরেছিল। যদিও হিমেশ রেশামিয়ার সঙ্গে তাঁর গাওয়া গান ‘তেরি মেরি’ সমালোচিত হয়। কিছুদিন প্রচারের আলোয় থাকার পর শেষপর্যন্ত ভিক্ষা করার অবস্থাতেই  ফিরতে হয় রানুকে। খারাপ ব্যবহারের জন্য সমালোচনাও কম হয়নি তাঁকে নিয়ে। মাঝে লকডাউনে বেশ কয়েকবার রানু মণ্ডলের খারাপ অবস্থার কথা ও ছবি সামনে এসেছিল। তবে এবার ফের গান গাইলেন রানু। ‘বাচপান কা পেয়ার’ দিয়ে আসলেন বলিউডের গণমাধ্যমেও।

কিশোর সাহাদেব খ্যাত ভাইরাল গান ‘বাচপান কা পেয়ার’। যা সে গেয়েছেন ইন্ডিয়ান আইডলের মঞ্চেও। এমনকি, সেটা রিমেক করতে চেয়েছিলেন বাদশা। এবার সেটাই গাইলেন। যা আপাতত ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও এক্ষেত্রে রানুর প্রশংসার থেকে নিন্দাই হল বেশি। সকলেরই দাবি, এত ভালো গানটি একেবারে নষ্ট করে ছেড়েছেন তিনি।

‘প্লিজ প্লিজ আর না’, ‘বলছি এই ইউটিউবারগুলোর আর কোনও কাজ নেই’, ‘এই ভদ্রমহিলা খুবই বাজে গান গায়’, ‘আবারও নাটক করছে’-র মতো কমেন্ট পড়েছে। যদিও কেউ কেউ রানুকে আর্থিক সাহায্য করার আবেদনও করেছেন। তবে গানের প্রশংসা হয়নি!

কবীর সুমনের কথা ও সুরে সিনেমায় আসিফের গান

এ আর রাহমানের অভিযোগের পাল্টা যুক্তি দিলেন শান

৭২ বছর বয়সে আত্মজীবনী লিখলেন অঞ্জন দত্ত

বিয়ের গুঞ্জনে সিলমোহর দিলেন জেফার ও রাফসান

ইউসিবি নাইট মাতালেন রুনা লায়লা, হাবিব, প্রীতম ও দোলা

সোনার বাংলা সার্কাসের নতুন অ্যালবাম ‘মহাশ্মশান’

১০ বছরে কুঁড়েঘর ব্যান্ড

আইনি ব্যবস্থা নেবেন তৌসিফ

নব্বইয়ের দশকের আমেজে ফাহমিদা নবীর তিন গান

এ আর রাহমান এবার অভিনয়ে