হোম > বিনোদন > গান

কানাডায় এক মঞ্চে ফুয়াদ ও ব্যান্ড শূন্য

কানাডার টরন্টোতে মঞ্চ মাতালেন বাংলাদেশের শিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও ব্যান্ড শূন্য। অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘শূন্য লাইভ ইন কানাডা ফিচারিং ফুয়াদ’। প্রবাসী বাঙালি কমিউনিটির আয়োজনে এ অনুষ্ঠানে ফুয়াদ ও ব্যান্ড শূন্য পরিবেশন করে তাদের জনপ্রিয় গানগুলো। ২৭ আগস্ট টরন্টোতে আয়োজিত বাংলা রক ফেস্টে আরও গান গেয়েছেন তানজিব, রুসাফ প্রমুখ। সাউন্ড করেছেন রকেট। মঞ্চ ব্যবস্থাপনায় ছিলেন নাদিম। আয়োজনের সমন্বয় করেছে বাংলাদেশি ব্যান্ডস অ্যাসোসিয়েশন অব কানাডা।

ফুয়াদ আল মুক্তাদির বলেন, ‘আমি শূন্য ব্যান্ডের অদৃশ্য এক সদস্য। তাঁদের দীর্ঘ পথচলায় পাশে থাকার চেষ্টা করেছি। এই ব্যান্ডটি আজ যতটা পথ পাড়ি দিয়েছে তা তাদের একান্তই নিজেদের কঠোর পরিশ্রম আর সাধনার ফল। আমার ভালো লেগেছে তাদের সঙ্গে এক মঞ্চে পারফর্ম করতে পেরেছি।’

আয়োজকদের ধন্যবাদ জানিয়ে শূন্য ব্যান্ড জানিয়েছে, অসাধারণ আয়োজন ছিল। দর্শক শ্রোতারা দারুণভাবে উপভোগ করেছেন। এছাড়া, ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গে এক মঞ্চে পারফর্ম করতে পারায় উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।

প্রেম, বিচ্ছেদ ও স্মৃতির দোলাচলে ‘পালে লাগে নারে হাওয়া’

জুবিন গর্গের মৃত্যুর চার্জশিট দাখিল, চারজনের বিরুদ্ধে খুনের অভিযোগ

৬ ইয়াং স্টারকে নিয়ে ৩ বিচারকের গান

বাতিল হলো আতিফ আসলামের কনসার্ট, হতাশ শিল্পীরা

সংগীত নিয়ে রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা জানতে চান হামিন আহমেদ

বিজয়ের মাসে সুমীর চার গান

যৌথ আয়োজনে হবে আতিফ আসলামের কনসার্ট

গান-আড্ডায় শহীদ মাহমুদ জঙ্গীর ৭০ বছর

কনা বললেন, মেহেদিরাঙা ছবির সঙ্গে বিয়ের কোনো সম্পর্ক নেই

প্রকাশিত হলো শিরোনামহীনের ‘এই অবেলায় ২’