প্রথমবারের মতো দেশের বাইরে কনসার্টে অংশ নিতে যাচ্ছে জনপ্রিয় ব্যান্ড নেমেসিস। আগামী জুন-জুলাইয়ে অস্ট্রেলিয়ায় পারফর্ম করবে দলটি। বিষয়টি নিশ্চিত করা হয়েছে ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে।
নেমেসিসের ফেসবুক পেজে জানানো হয়েছে, আগামী ২৯ জুন মেলবোর্ন ও ৬ জুলাই সিডনিতে গান শোনাবে নেমেসিস। ২৭ জুন অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবেন ব্যান্ডের সদস্যরা।
ব্যান্ডের এই ঘোষণার পর উচ্ছ্বাস প্রকাশ করেছে অস্ট্রেলিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিরা। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘আর অপেক্ষা শেষ হচ্ছে না, ১২ বছর পর প্রিয় ব্যান্ডটির গান সামনে থেকে শুনব।’ আরেকজন লিখেছেন, ‘৬ জুলাইয়ে সিডনির শোর টিকিট ইতিমধ্যে কিনে ফেলেছি। তোমাদের অপেক্ষায়।’
দেশেও কনসার্টে ব্যস্ত সময় পার করছে নেমেসিস। এ ছাড়া নিজেদের চতুর্থ অ্যালবাম নিয়েও কাজ করছে ব্যান্ডটি।