হোম > বিনোদন > গান

ক্যানসারে আক্রান্ত গিটারিস্ট ইমরানের জন্য কনসার্ট

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘কনসার্ট ফর ইমরান’-এর পোস্টার। ছবি: সংগৃহীত

ক্যানসারে আক্রান্ত মেকানিক্স ব্যান্ডের সাবেক গিটারিস্ট ইমরান আহমেদ। তাঁর চিকিৎসার জন্য তাঁর পাশে দাঁড়িয়েছেন দেশের সংগীতাঙ্গনের মানুষেরা। ইমরানকে সাহায্য করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন শিল্পীরা। এবার ইমরানের চিকিৎসার সহায়তার জন্য আয়োজন করা হয়েছে কনসার্ট।

‘কনসার্ট ফর ইমরান’ শিরোনামের কনসার্টটি আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি। ২৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই আয়োজন। এতে গান শোনাবে ব্যান্ড আপেক্ষিক, দুর্গ, ডিইউবিএস পারফরম্যান্স টিম, হাইওয়ে, মেকানিক্স, নিভানিয়া, পাওয়ারসার্জ, রকসল্ট ও সোনার বাংলা সার্কাস। শিগগির টিকিটের বিস্তারিত জানানো হবে।

এর আগে ইমরানকে সাহায্য করতে মেকানিক্স ব্যান্ডের ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট নম্বর। পোস্টে লেখা হয়েছে, ‘এই লড়াইয়ে টিকতে ইমরানের দরকার সবার সাহায্য। একসঙ্গে থাকলে পথটা সহজ হয়। চলুন আমরা ইমরানের পাশে দাঁড়াই।’

অসুস্থতা নিয়ে গণমাধ্যমে ইমরান বলেন, ‘গত জুন মাসে খাদ্যনালির ক্যানসার ধরা পড়েছে। চিকিৎসক বেশ কিছু টেস্ট দিয়েছেন, সেগুলো করালে বোঝা যাবে ক্যানসারটা ছড়িয়েছে কি না। চিকিৎসার জন্য অনেক টাকার দরকার, কিন্তু আমার সেই পরিমাণ টাকা নেই। খরচ এত বেশি যে আমার পরিবারের পক্ষেও সেটা সম্ভব হচ্ছে না। ব্যান্ডের সদস্যদের জানিয়েছি, তাঁরা পাশে দাঁড়াচ্ছেন। তবে চিকিৎসার এই দীর্ঘ পথে যদি আরও অনেকে পাশে থাকেন, তাহলে হয়তো এগোনো সহজ হবে।’

২০০৬ সালে যাত্রা শুরু করা ‘মেকানিক্স’ ব্যান্ডের প্রাথমিক লাইনআপে ছিলেন আফতাবুজ্জামান ত্রিদিব (ভোকাল), রুশো খান (বেজ), এসকে রিয়াজ (ড্রামস) ও তামজিদ খান (গিটার)। তাঁদের সঙ্গে লিড গিটারিস্ট হিসেবে যোগ দেন ইমরান আহমেদ। ২০০৮ সালে মেকানিক্স ব্যান্ড ছেড়ে দেন ইমরান। এরপর আর কোনো ব্যান্ডের সঙ্গে যুক্ত হননি তিনি।

প্রকাশিত হলো শিরোনামহীনের ‘এই অবেলায় ২’

হারমোনি অব ফ্রেন্ডশিপে সোনার বাংলা সার্কাস

আতিফের সঙ্গে একই মঞ্চে গাইবে ব্যান্ড নেমেসিস ও ফুয়াদ

মৃত্যুর ৪ দিন পর প্রকাশিত হলো জেনস সুমনের নতুন গান

ঢাকায় বোম্বে এক্সপেরিয়েন্সের কনসার্ট ও মাস্টারক্লাস

ফারিণের মন গলাবেন ইমরান

একের পর এক বন্ধ হচ্ছে বিদেশি শিল্পীদের কনসার্ট

আমরা সূর্যমুখীর সুবর্ণজয়ন্তীতে গাইবে জলের গান

মারা গেছেন ‘একটা চাদর হবে’খ্যাত গায়ক জেনস সুমন

আলিয়ঁস ফ্রঁসেজে আজ সন্ধ্যায় ‘দ্য ট্র্যাডিশন অব মেলোডি’