হোম > বিনোদন > গান

শুদ্ধ সংগীতের প্রচারে ষড়জের উচ্চাঙ্গসংগীত উৎসব 

ধ্রুপদ সংগীতপ্রেমীদের জন্য প্রথমবারের মতো উচ্চাঙ্গসংগীত উৎসবের আয়োজন করেছে ষড়জ। আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪ থেকে ৯টা পর্যন্ত রাজধানীতে ছায়ানটের মূল মিলনায়তনে উচ্চাঙ্গসংগীতের এই আসর অনুষ্ঠিত হবে।

উৎসবটি উদ্বোধন করবেন শুদ্ধ সংগীতের পুরোধা ব্যক্তিত্ব ঊষা রহমান। এ ছাড়া উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খায়রুল আনাম শাকিল, লুভা নাহিদ চৌধুরী ও লাইসা আহমেদ লিসা। 

উৎসবে পারফর্ম করবেন নিশিত দে, ড. প্রিয়াঙ্কা গোপ, মুর্তজা কবির মুরাদ, জাকির হোসেন, ইফতেখার আলম প্রধান, শুষেণ কুমার রায়, ডলার, ড. ঋতুপর্ণা চক্রবর্তী, পল্লব সান্যাল ও পঞ্চম সান্যাল, আলমগীর পারভেজ সুমন, প্রশান্ত ভৌমিক, অভিজিৎ কণ্ডু, টিংকু কুমার শীলদের মত দেশের জনপ্রিয় ও উদীয়মান শিল্পীরা। 

উচ্চাঙ্গসংগীতের বিভিন্ন মাধ্যমে দীর্ঘ দিন ধরে কাজ করার অভিজ্ঞতা থেকে ১১ জন তরুণ শিল্পী সম্মিলিতভাবে 'ষড়জ' প্রতিষ্ঠা করেন। সেখানে উপদেষ্টা হিসেবে আছেন সংগীতজ্ঞ ড. আলী এফ এম রেজোয়ান ও অসিত দে। 

 ‘ষড়জ’ এর অন্যতম সংগঠক অভিজিৎ কণ্ডু আজকের পত্রিকাকে বলেন, ‘দেশে অন্য সংগীতের বাজার যথেষ্ট প্রসারিত কিন্তু উচ্চাঙ্গসংগীতের খুব একটা কদর নেই। অথচ দেশের শুদ্ধ সংগীত চর্চাকারীদের অবদান সঠিকভাবে মূল্যায়ন করতে দেখি না। আমি নিজেও এমন অনেক আয়োজনে অংশ নিয়েছি, অনুষ্ঠান শেষে কোনো পারিশ্রমিক কিংবা সম্মানী জোটেনি। উচ্চাঙ্গসংগীত শিল্পীদের যথার্থ সম্মান ও পারিশ্রমিক দেওয়ার সংস্কৃতি তৈরি করতে আমাদের এই প্রচেষ্টা। সে জন্যই আমরা টিকিট কেটে সুর পিপাসুদের এতে অংশ নিতে উদ্বুদ্ধ করছি।’     

সোনার বাংলা সার্কাসের নতুন অ্যালবাম ‘মহাশ্মশান’

১০ বছরে কুঁড়েঘর ব্যান্ড

আইনি ব্যবস্থা নেবেন তৌসিফ

নব্বইয়ের দশকের আমেজে ফাহমিদা নবীর তিন গান

এ আর রাহমান এবার অভিনয়ে

নতুন অ্যালবাম নিয়ে ২০ মার্চ ফিরছে বিটিএস

কুমার বিশ্বজিতের সুরে মৌমিতার নতুন গান

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল

ফরিদা পারভীনের জন্মদিনে শিল্পকলায় বিশেষ আয়োজন

শুভমিতা ও ঊষা উত্থুপের কণ্ঠে সাবরিনার গান