হোম > বিনোদন > গান

রাত ১টায় আসছে কোক স্টুডিও বাংলার নতুন গান বনবিবি

আজ বৃহস্পতিবার রাত ১টায় কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে দ্বিতীয় মৌসুমের দ্বিতীয় গান ‘বনবিবি’। গানটির ১৫ সেকেন্ডের একটি প্রচারণামূলক ভিডিও প্রকাশের পর পুরো গানটি শোনার জন্য অপেক্ষায় রয়েছেন শ্রোতারা।

কোক স্টুডিও বাংলা দ্বিতীয় মৌসুমের যাত্রা শুরু হয় চট্টগ্রাম, সিলেট ও খুলনার স্থানীয় ভাষায় গাওয়া গান ‘মুড়ির টিন’-এর মাধ্যমে। ফেব্রুয়ারির মাঝামাঝি গানটি প্রকাশের পর শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে। সেটির পর ব্যান্ড মেঘদল আনছে ‘বনবিবি’ গানটি। গানটির কথা লিখেছেন শিবু কুমার শীল ও মেজবাউর রহমান সুমন, সুর বেঁধেছেন শিবু কুমার শীল। মেঘদলের সংগীতায়োজনে গানটি গেয়েছেন শিবু কুমার শীল ও জহুরা বাউল, সঙ্গে রয়েছে গানের দল ঘাসফড়িং।

গান প্রকাশের জন্য মধ্যরাতকে কেন বেছে নেওয়া হলো—এমন প্রশ্নে শিবু কুমার শীল বললেন, ‘শহুরে জীবনযাপনের মধ্যে আমরা যখন প্রকৃতির নিস্তব্ধতাকে বুঝতে চাই, তখন কীভাবে বুঝতে চাই? যখন শহরের কোলাহল থেমে যায় তখনই হয়তো কিছুটা নীরবতা আসে। আটপৌরে শহুরে ব্যস্ততার মধ্যে ঝিঁঝিঁ পোকার ডাক পেতে চাইলে আমাদের গভীর রাতের জন্য অপেক্ষা করতে হয়।’

জানা গেছে, এ বছরই মেঘদলের দুই দশক পূর্তি হচ্ছে, নভেম্বরে জমকালো আয়োজনে শো করবে ব্যান্ডটি। এর মধ্যে ‘অ্যালুমিনিয়ামের ডানা’ অ্যালবামের বাকি গানগুলোও প্রকাশ করা হবে। মার্চের ৮ তারিখের জয় বাংলা কনসার্টেও গাইবে মেঘদল।

হাসপাতাল থেকে ফিরে অভিমানী নচিকেতা

জয়তী ও সমরজিতের ‘যদি অকারণ’

প্রেম, বিচ্ছেদ ও স্মৃতির দোলাচলে ‘পালে লাগে নারে হাওয়া’

জুবিন গর্গের মৃত্যুর চার্জশিট দাখিল, চারজনের বিরুদ্ধে খুনের অভিযোগ

৬ ইয়াং স্টারকে নিয়ে ৩ বিচারকের গান

বাতিল হলো আতিফ আসলামের কনসার্ট, হতাশ শিল্পীরা

সংগীত নিয়ে রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা জানতে চান হামিন আহমেদ

বিজয়ের মাসে সুমীর চার গান

যৌথ আয়োজনে হবে আতিফ আসলামের কনসার্ট

গান-আড্ডায় শহীদ মাহমুদ জঙ্গীর ৭০ বছর