হোম > বিনোদন > গান

ঘাত প্রতিঘাতে অনুপমের নতুন গান

কিছুদিন আগেই বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেছিলেন অনুপম রায়। গেল কয়েকদিন ধরে ব্যক্তি জীবনে নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে চলেছেন তিনি। তাঁর সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই দেখা যাচ্ছে তাঁর দুঃখে কাতর ভক্তরাও।

মনখারাপের মাঝেই সোশ্যাল মিডিয়ায় অনুপম শেয়ার করলেন তাঁর নতুন গান ‘আমি অনেক দূরের মানুষ। কাছে থাকি কিছুক্ষণ তুমি মিথ্যে আমায় দিলে তোমার মন। আমি নিজেই নিজেকে ঠকাই, ভুলে থাকি কিছুক্ষণ, তুমি মিথ্যে আমায় দিলে তোমার মন।’ গানেও উঠে এল বিচ্ছেদের কথা। অনুপম রায় তো এমনই। তাঁর গানে বারবার ধরা দিয়েছে প্রেম থেকে বিচ্ছেদ, রাগ, দুঃখ, মান অভিমান। এই গানটি তিনি লিখেছেন, পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘অনুসন্ধান’-এর জন্য। ছবির মূল চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে, তাঁর বিপরীতে রয়েছেন পায়েল সরকার। ছবিতে আরও অভিনয় করছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়, ঋদ্ধি সেন, প্রিয়াঙ্কা সরকার, জয়দীপ মুখোপাধ্যায়।

গানের এই চারলাইন লেখা দেখে কোনও এক ভক্ত লিখেছেন, ‘হোক না যত আঁধার কালো, তবুও তুমি ভাল থেকো।’ কেউ লিখেছেন, ‘অনেক ভালোবাসা আপনার জন্য’, কেউ আবার লিখেছেন,‘ভালোবাসা নিও এত সুন্দর কথা দিয়ে গানটা বাঁধতে পারার জন্য’।

‘অনুসন্ধান’ ছবির ট্রেলার প্রকাশ হয়েছে। ছবির ট্রেলার দেখলেই বোঝা যায়, এ ছবির পরতে পরতে ছড়িয়ে রয়েছে রহস্য। ছবির সংগীত পরিচালনা করেছেন অনুপম রায়। সেই ছবিতেই শোনা যাবে এই গান। তবে আপাতত গানের কথাতেই মজেছেন অনুপমের ভক্তরা।

ইউসিবি নাইট মাতালেন রুনা লায়লা, হাবিব, প্রীতম ও দোলা

সোনার বাংলা সার্কাসের নতুন অ্যালবাম ‘মহাশ্মশান’

১০ বছরে কুঁড়েঘর ব্যান্ড

আইনি ব্যবস্থা নেবেন তৌসিফ

নব্বইয়ের দশকের আমেজে ফাহমিদা নবীর তিন গান

এ আর রাহমান এবার অভিনয়ে

নতুন অ্যালবাম নিয়ে ২০ মার্চ ফিরছে বিটিএস

কুমার বিশ্বজিতের সুরে মৌমিতার নতুন গান

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল

ফরিদা পারভীনের জন্মদিনে শিল্পকলায় বিশেষ আয়োজন