নাজমুন মুনিরা ন্যান্সির মতো তাঁর মেয়ে মার্জিয়া বুশরা রোদেলাও নাম লিখিয়েছেন সংগীতাঙ্গনে। এবার একসঙ্গে গান নিয়ে আসছেন ন্যান্সি ও রোদেলা। ফয়সাল রাব্বিকীনের লেখা ‘কেন’ শিরোনামের গানে প্রথমবার একসঙ্গে কণ্ঠ দিয়েছেন মা ও মেয়ে। গানের সুর ও সংগীতায়োজন করেছেন প্রত্যয় খান। ভিডিও বানিয়েছেন রোদেলা। স্যাড-রোমান্টিক ঘরানার এই গানের ভিডিওতেও দেখা যাবে ন্যান্সি ও রোদেলাকে। আজ রোদেলার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি।
ন্যান্সি বলেন, ‘প্রথমবার আমার সঙ্গে কন্যার গান! স্বাভাবিকভাবেই আমি এক্সাইটেড, গর্বিত ও আনন্দিত। প্রথমে গানটি আমার একা করার কথা ছিল। পরে মাথায় এল এখানে রোদেলার অন্তর্ভুক্তি হলে মন্দ হয় না। প্রথমে গাইয়ে দেখলাম। বেশ ভালো লাগল।’
রোদেলা বলেন, ‘এটা আমার জন্য একটা দুঃসাহসই বটে। কারণ আমার মায়ের কণ্ঠ সবার অনেক পছন্দের। তাঁর গায়কিতে ইউনিক স্টাইল রয়েছে। মায়ের অনুপ্রেরণা ও সাহসেই গানটি গাইলাম।’
এবারই প্রথম কোনো গানে একসঙ্গে কণ্ঠ দিলেও এর আগে দুজনকে একসঙ্গে পাওয়া গেছে গানে। গত ফেব্রুয়ারিতে ন্যান্সির কণ্ঠে প্রকাশ পাওয়া ‘তোমারই আছি’ গানে মডেল হিসেবে দেখা গেছে রোদেলাকে। ন্যান্সির গাওয়া ‘প্রেমে পড়া’ শিরোনামের গানের ভিডিওর নির্দেশনাও দিয়েছেন রোদেলা।
ন্যান্সিকেও শোনা গেছে মেয়ে রোদেলার গান গাইতে। রোদেলার ‘রাজকুমার’ গানটি ফেসবুকে লাইভে গাওয়ার পাশাপাশি স্টেজেও পারফর্ম করেছেন ন্যান্সি।