হোম > বিনোদন > গান

ঢাকায় হিন্দি গান গাওয়ার ইচ্ছে নেই, বাংলা গানই কনসার্টে গাইতে চাই: অনুপম

আগামীকাল বৃহস্পতিবার ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তে ‘ম্যাজিক্যাল নাইট’ শীর্ষক কনসার্টে গান গাইবেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। কনসার্টের আগের সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হোন তিনি। সংবাদমাধ্যমের এক প্রশ্নের উত্তরে অনুপম মন্তব্য করেন ঢাকার কোনো অনুষ্ঠানে হিন্দি গান গাওয়ার ইচ্ছে নেই আমার, ঢাকায় এলে বাংলা গানই গাইতে চাই আমি।

অনুপমের কাছে প্রশ্ন রাখা হয় আগামীকাল কনসার্টে তিনি কোনো হিন্দি গান গাইবেন কিনা। প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘হিন্দি গান তো অনেক করেছি, আবার নতুন কিছুও তৈরি আছে। কিন্তু সেগুলো আমার ঢাকায় গাওয়ার ইচ্ছে নেই। সেগুলো আমি মুম্বাই বা বেঙ্গালুরু গেলে হয়তো গাইব। ঢাকায় আমি বাংলা গানই গাইতে চাই।’

তবে দর্শকদের অনুরোধ থাকলে চেষ্টা করবেন বলে অনুপম বলেন, ‘দেখুন আমরা শিল্পীরা শ্রোতাদের দাস। তাদের যদি অনুরোধ থাকে, তবে আমি চেষ্টা করব।’

কনসার্টে অংশ নিতে আজ বুধবার বেলা ১টা ১০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান অনুপম রায়। তিনি ছাড়াও এই কনসার্টে কলকাতা থেকে অংশ নিচ্ছে ব্যান্ড তালপাতার সেপাই। এ ছাড়া গান গাইবে বাংলাদেশের ব্যান্ডদল মেঘদল, হাতিরপুল সেশনস ও অর্ণব।

‘তুমি যাকে ভালোবাসো’ গানের জন্য সেরা গীতিকার হিসেবে ২০১৬ সালে ভারতের ৬৪ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এই গায়ক। ২০১৫ সালে ‘পিকু’ সিনেমার সংগীত পরিচালনার মাধ্যমে বলিউডে পদার্পণ করেন তিনি।

বাপ্পা মজুমদারের নতুন গান ‘এই ব্যথা’

ঢাকায় দুই কনসার্টে গাইলেন আতিফ আসলাম

হাসপাতাল থেকে ফিরে অভিমানী নচিকেতা

জয়তী ও সমরজিতের ‘যদি অকারণ’

প্রেম, বিচ্ছেদ ও স্মৃতির দোলাচলে ‘পালে লাগে নারে হাওয়া’

জুবিন গর্গের মৃত্যুর চার্জশিট দাখিল, চারজনের বিরুদ্ধে খুনের অভিযোগ

৬ ইয়াং স্টারকে নিয়ে ৩ বিচারকের গান

বাতিল হলো আতিফ আসলামের কনসার্ট, হতাশ শিল্পীরা

সংগীত নিয়ে রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা জানতে চান হামিন আহমেদ

বিজয়ের মাসে সুমীর চার গান