বাংলাদেশের নন্দিত কন্ঠশিল্পী তপন চৌধুরী ও জান্নাতে রোম্মান তিথির দ্বৈত গান ‘কিছুটা সময়’ প্রকাশিত হয়েছে। শনিবার (২১ অক্টোবর) রাজধানীর একটি রেস্টুরেন্টে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই গানের মিউজিক ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়।
দুর্গাপূজা উপলক্ষে প্রকাশিত এই গানের গীতিকার ও সুরকার রিপন চৌধুরী। গানটির সংগীত আয়োজন করেছেন ভারতের প্রখ্যাত সংগীত পরিচালক মধু মুখার্জী। কলকাতার রেজোন্যান্স স্টুডিওতে এই গানের রেকর্ডিং সম্পন্ন হয়। পরে ঢাকার অদূরে পূর্বাচলে মিউজিক ভিডিওর শুটিং করা হয়।
সফট মেলোডি ধাঁচের এই গান সম্পর্কে শিল্পী তপন চৌধুরী বলেন, ‘আমি কানাডা থাকতে এই গানটি পাঠানো হয়। গানটির কথা ও সুর এবং মিউজিক অ্যারেঞ্জমেন্ট আমার ভীষণ ভালো লেগেছে। তাই দেশে এসে গানটির কাজ শেষ করলাম। অনেক দিন পর একটি ভালো গান উপহার দিতে পেরে আমার ভালো লাগছে।’
শিল্পী তিথি বলেন, ‘এ আমার পরম সৌভাগ্য, তপন চৌধুরীর মত শিল্পীর সঙ্গে গান করতে পারলাম। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। যার কণ্ঠ থেকে শুধু মেলোডি ঝরে, তিনিই আমার সঙ্গে গাইতে সম্মত হয়েছেন এ জন্য আমি তাঁর কাছে কৃতজ্ঞ। আমার বিশ্বাস এই গানটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।’
গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সাইফুল ইসলাম।