কয়েক দিন আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভারতীয় শাস্ত্রীয় সংগীতের জনপ্রিয় শিল্পী ওস্তাদ রশিদ খান। বর্তমানে তাঁর অবস্থা সংকটাপন্ন বলছেন চিকিৎসকেরা। ভারতীয় সংবাদমাধ্যম এ সময় জানিয়েছে, গত কয়েক বছর ধরে প্রোস্টেট ক্যানসারে ভোগা ৫৫ বছর বয়সী এই শিল্পী দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি আছেন।
মস্তিষ্কে রক্তক্ষরণ হলে কয়েক দিন আগে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তখন থেকে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হতে থাকে। বর্তমানে হাসপাতালে ইনটেনসিভ থেরাপি ইউনিটে (আইটিইউ) রাখা হয়েছে ওস্তাদ রশিদ খানকে। সেখানে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি।
শিল্পীর পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ওস্তাদ রশিদ খানের অসুস্থতার খবর পাওয়ার পরই তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে ভারতীয় সংবাদমাধ্যম। তবে পুরো বিষয়টি অত্যন্ত ব্যক্তিগত এবং পরিবারের মধ্যেই রাখতে চাইছেন বলে সূত্র জানিয়েছে। তবে জানা গেছে, তাঁর অবস্থা বেশ সংকটজনক। বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা চলছে ট্রিটমেন্ট।
রশিদ খানের জন্ম ১৯৬৮ সালে ভারতের উত্তর প্রদেশের বদায়ূঁতে। তিনি রামপুর-সাসওয়ান ঘরানার শিল্পী। মূলত শাস্ত্রীয় সংগীত গাইলেও ফিউশন বা বলিউড এবং টালিউডের সিনেমায় বহু জনপ্রিয় গানও গেয়েছেন শিল্পী। শাস্ত্রীয় সংগীতের শিল্পী হিসেবে পদ্মশ্রীসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন রশিদ। বাংলাদেশেও একাধিকবার সংগীত পরিবেশন করেছেন এই শিল্পী।