নূর হোসেন হীরার প্রযোজনায় আরটিভির ফোক স্টেশন ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ইউটিউবে একাধিক শিল্পী অতিক্রম করেছেন কোটি ভিউস। ১৭ সেপ্টেম্বর শুক্রবার রাত ১১টা ২৫ মিনিটে শুরু হচ্ছে সম্পূর্ণ নতুন ভাবে ফোক স্টেশন সিজন-৪। প্রথম পর্বের শিল্পী হিসেবে গান পরিবেশন করবেন নবনীতা চৌধুরী।
প্রতি শুক্রবার আরটিভির পর্দায় প্রচারিত হবে অনুষ্ঠানটি।