গণজাগরণ মঞ্চের স্লোগান কন্যা খ্যাত লাকী আক্তার দীর্ঘদিন ধরেই স্লোগানের পাশাপাশি করছেন গানের চর্চা। সেই ধারাবাহিকতায় আগামী বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) মুক্তি পাচ্ছে তার দ্বিতীয় মৌলিক গান ‘নয়া নয়া ফুল’। এর আগে এ বছরের জুলাইয়ে ‘গাছেদের কান্না’ নামে প্রথম মৌলিক গান প্রকাশিত হয় তাঁর।
গানের মুক্তি প্রসঙ্গে লাকী আক্তার আজকের পত্রিকাকে জানান, ৩০ ডিসেম্বর, রাত ৮টায় তাঁ র ইউটিউব চ্যানেল ‘Gaaner Lucky’ (গানের লাকী) তে মুক্তি পাবে। তিনি বলেন, ‘গানটির কথা ও সুর আমার নিজেরই। এটি আমার দ্বিতীয় একক গান। নয়া নয়া ফুল গানটি আমি ২০১৮ লিখি এবং সুর করি। এটি একটি নিখাদ প্রেমের গান।’
২০১৮ সালে গানটি লেখা হলেও এর সংগীত আয়োজন শেষ হয় ২০২১ সালের জুন মাসে। তরুণ সংগীত পরিচালক অভিজিৎ কুণ্ড ও অভি চৌধুরী পার্থ যৌথভাবে গানটির সংগীত আয়োজন করেছেন। গানটির মিক্স-মাস্টারিং ও সাউন্ড ডিজাইনে ছিলেন রেজওয়ান সাজ্জাদ।
গানটি সাধারণ শ্রোতাদের মনে জায়গা করে নেবে এমন প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, ‘রাজনৈতিক-সামাজিক জীবনেও দু: সহ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। নয়া নয়া ফুল প্রেমের গান, ভালোবাসার গান। নতুন আগমনী বার্তার গান হয়ে মানুষের মনে ঠাঁই করে নেবে এমনটাই বিশ্বাস।’