হোম > বিনোদন > গান

স্লোগান কন্যার নতুন গান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গণজাগরণ মঞ্চের স্লোগান কন্যা খ্যাত লাকী আক্তার দীর্ঘদিন ধরেই স্লোগানের পাশাপাশি করছেন গানের চর্চা। সেই ধারাবাহিকতায় আগামী বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) মুক্তি পাচ্ছে তার দ্বিতীয় মৌলিক গান ‘নয়া নয়া ফুল’। এর আগে এ বছরের জুলাইয়ে ‘গাছেদের কান্না’ নামে প্রথম মৌলিক গান প্রকাশিত হয় তাঁর।

গানের মুক্তি প্রসঙ্গে লাকী আক্তার আজকের পত্রিকাকে জানান, ৩০ ডিসেম্বর, রাত ৮টায় তাঁ র ইউটিউব চ্যানেল ‘Gaaner Lucky’ (গানের লাকী) তে মুক্তি পাবে। তিনি বলেন, ‘গানটির কথা ও সুর আমার নিজেরই। এটি আমার দ্বিতীয় একক গান। নয়া নয়া ফুল গানটি আমি ২০১৮ লিখি এবং সুর করি। এটি একটি নিখাদ প্রেমের গান।’

২০১৮ সালে গানটি লেখা হলেও এর সংগীত আয়োজন শেষ হয় ২০২১ সালের জুন মাসে। তরুণ সংগীত পরিচালক অভিজিৎ কুণ্ড ও অভি চৌধুরী পার্থ যৌথভাবে গানটির সংগীত আয়োজন করেছেন। গানটির মিক্স-মাস্টারিং ও সাউন্ড ডিজাইনে ছিলেন রেজওয়ান সাজ্জাদ।

করোনা পরিস্থিতিতে মিউজিক ভিডিও সম্পন্ন না হওয়ায় গান প্রকাশের তারিখ ঘোষণা করেও পিছিয়ে দিতে হয় জানিয়ে লাকী আক্তার বলেন, ‘করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে এই গানটির ভিডিও ধারণ করা হয় চাঁপাই নবাবগঞ্জের টিকইল গ্রামে। এ গ্রামটি আলপনা গ্রাম নামেও পরিচিত। ২০২১ সালের অক্টোবর মাসের শেষ সপ্তাহে গানটির শুটিং শেষ হয়েছে।’ গানটির মিউজিক ভিডিওর নির্দেশনা ও চিত্রধারণ করেছেন জাহিদুল ইসলাম সজীব।

গানটি সাধারণ শ্রোতাদের মনে জায়গা করে নেবে এমন প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, ‘রাজনৈতিক-সামাজিক জীবনেও দু: সহ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। নয়া নয়া ফুল প্রেমের গান, ভালোবাসার গান। নতুন আগমনী বার্তার গান হয়ে মানুষের মনে ঠাঁই করে নেবে এমনটাই বিশ্বাস।’

কবীর সুমনের কথা ও সুরে সিনেমায় আসিফের গান

এ আর রাহমানের অভিযোগের পাল্টা যুক্তি দিলেন শান

৭২ বছর বয়সে আত্মজীবনী লিখলেন অঞ্জন দত্ত

বিয়ের গুঞ্জনে সিলমোহর দিলেন জেফার ও রাফসান

ইউসিবি নাইট মাতালেন রুনা লায়লা, হাবিব, প্রীতম ও দোলা

সোনার বাংলা সার্কাসের নতুন অ্যালবাম ‘মহাশ্মশান’

১০ বছরে কুঁড়েঘর ব্যান্ড

আইনি ব্যবস্থা নেবেন তৌসিফ

নব্বইয়ের দশকের আমেজে ফাহমিদা নবীর তিন গান

এ আর রাহমান এবার অভিনয়ে