হোম > বিনোদন > গান

নিলামে উঠছে এলভিস প্রিসলির ব্যবহৃত সামগ্রী

নিলামে উঠছে কিংবদন্তি গায়ক ও অভিনেতা এলভিস প্রিসলির ব্যবহৃত প্রায় ২০০টি অলংকার ও বিভিন্ন সামগ্রী। ২৭ আগস্ট এসব সামগ্রী নিলামে তোলা হবে। নিলামের যে তালিকা করা হয়েছে, তার মধ্যে রয়েছে এলভিসের একাধিক ঘড়ি, আংটি, কাফলিঙ্কস ও চেইন।

এ ছাড়া নিলামের তালিকায় রয়েছে এলভিস প্রিসলির একটি গিটার। ১৯৬৮ সালে টেলিভিশনে ‘কামব্যাক’ নামে একটি বিশেষ অনুষ্ঠান হয়েছিল। এর মাধ্যমে আমেরিকাজুড়ে নতুন করে এলভিসের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। ওই অনুষ্ঠানে যে গিটার ব্যবহার করেছিলেন তিনি, সেটিও নিলাম হবে।

এত দিন এসব সামগ্রী ছিল এলভিসের স্ত্রী প্রিসিলা প্রেসলির সংগ্রহে। তিনি বলেন, ‘এ সামগ্রীগুলো এলভিসের স্মৃতি জাগিয়ে তুলবে। এলভিসের ব্যবহৃত সামগ্রী নিয়ে নানা রকম গুজব শোনা যায়। বেশ কিছু নকল অলঙ্কারও ছড়িয়ে পড়েছে। এগুলো আমাকে খুব কষ্ট দেয়।’

প্রিসিলা জানান, তিনি এত দিন এলভিসের এসব সামগ্রী আগলে রেখেছিলেন যত্ন করে। তিনি চান, এলভিসের এই স্মৃতিচিহ্নগুলো এমন কারও হাতে যাক, যিনি এগুলো ভালোবেসে সামলে রাখবেন।

তুমুল হট্টগোলে ফরিদপুরে পণ্ড হলো কনসার্ট, আয়োজকদের দুষলেন জেমস

১০ ব্যান্ডের নতুন গান নিয়ে বিটিভিতে ব্যান্ড উৎসব

সম্মানী না পাওয়ার অভিযোগ মতিন চৌধুরীর, অস্বীকার করলেন দীপন

বড়দিন উপলক্ষে শিল্পকলায় বিশেষ আয়োজন

নতুন গান নিয়ে আসছেন পান্থ কানাই

হাদির জন্য গান

বাপ্পা মজুমদারের নতুন গান ‘এই ব্যথা’

ঢাকায় দুই কনসার্টে গাইলেন আতিফ আসলাম

হাসপাতাল থেকে ফিরে অভিমানী নচিকেতা

জয়তী ও সমরজিতের ‘যদি অকারণ’