হোম > বিনোদন > গান

বাংলাদেশের জাতীয় সংগীতের অর্কেস্ট্রা ভার্সন প্রকাশ

বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশের মহান জাতীয় সংগীতের অর্কেস্ট্রা ভার্সন প্রকাশিত হয়েছে।

ইউটিউবে সার্চ দিলে পৃথিবীর অনেকগুলো দেশের জাতীয় সংগীতের অর্কেস্ট্রা ভার্সন খুঁজে পাওয়া যাবে, কিন্তু বাংলাদেশের জাতীয় সংগীতের এমন কোনো ভার্সন খুঁজে পাওয়া যায়নি । অবশেষে সেই উদ্যোগটা নিয়েছেন সুস্মিতা আনিস। ইউরোপের স্বনামধন্য বেশ কিছু অর্কেস্ট্রা আর্টিস্টকে নিয়ে প্রায় দীর্ঘ এক বছর প্রচেষ্টার পর তৈরি করা হয়েছে বাংলাদেশের জাতীয় সংগীতের এই অর্কেস্ট্রা ভার্সন।  

জাতীয় সংগীতের আদি ও অকৃত্রিম ভার্সনটিকে পুরোপুরি অনুসরণ করার চেষ্টা করা হয়েছে এখানে। খেয়াল রাখা হয়েছে, কোনো ধরনের বিকৃতি বা পরিবর্তন যেন না আসে কোথাও। সুস্মিতা আনিস বলেন, ‘জাতীয় সংংগীত আমাদের কাছে অন্যরকম এক আবেগের নাম। সেই অনুভূতি যাতে আঘাতপ্রাপ্ত না হয়, সে বিষয়টি নিশ্চিত করা হয়েছে সম্পূর্ণভাবে। ভিজ্যুয়াল প্রেজেন্টেশনের ক্ষেত্রে পাহাড় থেকে সাগর, জঙ্গল থেকে গ্রামের মেঠোপথ—সর্বত্র পৌঁছে গেছে আমাদের ক্যামেরা। জাতীয় সংগীতের সঙ্গে তুলে আনার চেষ্টা করা হয়েছে পুরো বাংলাদেশের রূপ ও ষড়ঋতুকেও। ‘আমার সোনার বাংলা’ আমাদের অস্তিত্বের পরিচয়, আমাদের শেকড়ের উপস্থিতি, আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ।’

এবার বিশ্বমঞ্চে বাজুক আমাদের জাতীয় সংগীতের অর্কেস্ট্রা ভার্সন, সগৌরবে।

ইউটিউবে দেখুন:

 

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল

ফরিদা পারভীনের জন্মদিনে শিল্পকলায় বিশেষ আয়োজন

শুভমিতা ও ঊষা উত্থুপের কণ্ঠে সাবরিনার গান

কনসার্টে অস্থিরতার বছর

সংগীতে আলোচিত ঘটনা

বিশ্বসংগীতের জমকালো বছর

‘ময়না’র পর কোনাল-নিলয়ের নতুন গান ‘ও জান’

তুমুল হট্টগোলে ফরিদপুরে পণ্ড হলো কনসার্ট, আয়োজকদের দুষলেন জেমস

১০ ব্যান্ডের নতুন গান নিয়ে বিটিভিতে ব্যান্ড উৎসব

সম্মানী না পাওয়ার অভিযোগ মতিন চৌধুরীর, অস্বীকার করলেন দীপন