আগামীকাল শুক্রবার ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বছরের অন্যতম বড় আয়োজন ‘কোক স্টুডিও বাংলা লাইভ’ কনসার্ট। এতে দেশের অনেক তারকা সংগীতশিল্পী ও জনপ্রিয় কয়েকটি ব্যান্ড অংশ নেবে। আয়োজনটি থেকে নিজেদের নাম প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল জনপ্রিয় ব্যান্ড লালন। এবার ব্যান্ডটি জানিয়েছে, কোক স্টুডিও বাংলার সঙ্গে সমঝোতা হওয়ায় নিজেদের অবস্থান পরিবর্তন করেছে ব্যান্ডটি।
ব্যান্ড লালনের জন-সংযোগ কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘‘কোক স্টুডিও বাংলা লাইভ’’ কর্তৃপক্ষের সঙ্গে আমাদের সমঝোতা হয়েছে। তাই আমরা আমাদের অবস্থান পাল্টে আগামীকালের কনসার্টে অংশ নিচ্ছি।’
গতকাল বুধবার রাতে ব্যান্ডটির অফিশিয়াল ফেসবুক প্ল্যাটফর্মে জানায়, প্রচার-প্রচারণা ও জনসংযোগে লালন ব্যান্ড ও ব্যান্ডের ভোকাল সুমির যথেষ্ট সম্মান প্রদর্শন না করায় কোক স্টুডিও কনসার্টে লালন ব্যান্ড এবং সুমি অংশগ্রহণ করতে পারছে না বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।
আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে তখন ব্যান্ড লালনের পক্ষ থেকে জানানো হয়, প্রচারের বিভিন্ন মাধ্যমে ব্যান্ডটিকে অবহেলা করায় কনসার্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তারা।
দর্শকদের কোক স্টুডিও বাংলার জাদুতে মাতাতে লাইনআপে থাকছেন—শায়ান চৌধুরী অর্ণব, অনিমেষ রায়, পান্থ কানাই, মমতাজ বেগম, মিজান রহমান, ঋতুরাজ, সানজিদা মাহমুদ নন্দিতা, নিগার সুলতানা সুমি, জালালি সেট, রিপন কুমার সরকার (বগা তালেব), সুনিধি নায়েক, সৌম্যদীপ শিকদার (মুর্শিদাবাদী), কানিজ খন্দকার মিতু, মো. মাখন মিয়া, রুবাইয়াত রেহমান, জান্নাতুল ফেরদৌস আকবর, শানিলা ইসলাম, আরমীন মুসা ও ঘাসফড়িং কয়্যার, রিয়াদ হাসান, পল্লব ভাই, মেঘদল, জহুরা বাউল, সোহানা (ডটার অফ কোস্টাল), মুকুল মজুমদার ঈশান, প্রীতম হাসান, ইসলাম উদ্দিন পালাকার, ফজলু মাঝি, ইমন চৌধুরী, এরফান মৃধা শিবলু, আলেয়া বেগম, ফুয়াদ আল মুক্তাদির, বাপ্পা মজুমদার এবং হামিদা বানুসহ দুই সিজনের শিল্পীরা।
উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে বিশেষ অতিথি হিসেবে থাকছেন এলিটা করিম, শুভ (ডি রকস্টার), আনিকা ও অনুরাধা মণ্ডল। ব্যান্ড পারফরম্যান্স দিয়ে দর্শকদের মুগ্ধ করতে থাকছে হাতিরপুল সেশনস ও আর্টসেল।