হোম > বিনোদন > গান

বব ডিলানের বায়োপিকে শ্যালামে

নন্দিত গায়ক ও গীতিকার বব ডিলানের জীবনের গল্প নিয়ে তৈরি হতে যাচ্ছে বায়োপিক। আর এতে ডিলানের চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা টিমোথি শ্যালামে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে চলতি বছরের আগস্টেই সিনেমাটির শুটিং শুরু হবে। ডিলানের বায়োপিকে শ্যালামের অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা জেমস ম্যানগোল্ড। 

এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেমস ম্যানগোল্ড বলেন, ‘বব ডিলানের গল্পটি চমৎকার হবে। ডিলান মাত্র দুই ডলার নিয়ে ১৯ বছর বয়সে নিউইয়র্কে এসেছিলেন। কিন্তু পরে মাত্র তিন বছরের মধ্যেই তিনি হয়ে ওঠেন দুনিয়ার অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী।’ 

সাক্ষাৎকারে পরিচালক আরও জানান, ছবিতে ডিলানের সঙ্গে উডি গাথরি, পিট সিগার থেকে জোয়ান বায়েজের মতো চরিত্রগুলোও থাকবে। তবে এসব চরিত্রে কারা অভিনয় করবেন, তা এখনো জানা যায়নি।

জনপ্রিয় সংগীতশিল্পী বব ডিলান ১৯৫৯ সালে গানের জগতে পা রাখেন। ক্যারিয়ারে শুরু থেকেই অনন্য কীর্তি গড়েছেন তিনি। সাহিত্যে নোবেল পুরস্কারও অর্জন করেছেন ডিলান।

প্রসঙ্গত, ২০২০ সাল থেকে বব ডিলানের বায়োপিক নিয়ে কাজ করছেন জেমস ম্যানগোল্ড। এরপরে এতে যুক্ত হন শ্যালামে। এমনকি পর্দায় গায়কের চরিত্রটি ফুটিয়ে তুলতে গিটারও শিখেছেন এ অভিনেতা। 

২০১৭ সালে কল মি বাই ইয়োর নেম দিয়ে আন্তর্জাতিক খ্যাতি পান তরুণ অভিনেতা শ্যালামে। ছবিটি তাঁকে সেরা অভিনেতা হিসেবে অস্কার মনোনয়ন এনে দেয়। এরপর একে একে করেছেন লেডি বার্ড, লিটল ওমেন, ডিউন, বোনস অ্যান্ড অল-এর মতো প্রশংসিত সিনেমা।

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল

ফরিদা পারভীনের জন্মদিনে শিল্পকলায় বিশেষ আয়োজন

শুভমিতা ও ঊষা উত্থুপের কণ্ঠে সাবরিনার গান

কনসার্টে অস্থিরতার বছর

সংগীতে আলোচিত ঘটনা

বিশ্বসংগীতের জমকালো বছর

‘ময়না’র পর কোনাল-নিলয়ের নতুন গান ‘ও জান’

তুমুল হট্টগোলে ফরিদপুরে পণ্ড হলো কনসার্ট, আয়োজকদের দুষলেন জেমস

১০ ব্যান্ডের নতুন গান নিয়ে বিটিভিতে ব্যান্ড উৎসব

সম্মানী না পাওয়ার অভিযোগ মতিন চৌধুরীর, অস্বীকার করলেন দীপন