হোম > বিনোদন > গান

যুক্তরাষ্ট্রপ্রবাসী নীলয়ের সঙ্গে পড়শীর বিয়ের গুঞ্জন

পড়শী। ছবি: সংগৃহীত

বিয়ে করেছেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। যুক্তরাষ্ট্রপ্রবাসী নীলয়ের সঙ্গে ঘরোয়াভাবে সম্পন্ন হয়েছে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা। রোববার ছড়িয়ে পড়ে এমন গুঞ্জন। সংবাদমাধ্যমে প্রকাশিত হয় পড়শীর বিয়ের খবর।

সত্যতা যাচাই করতে পড়শীর সঙ্গে যোগাযোগ করতে গেলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে তাঁর মা রহস্য জিইয়ে রেখে জানালেন, পড়শীর বিয়ের খবর সত্যিও হতে পারে, আবার মিথ্যাও হতে পারে।

২০০৮ সালে ক্ষুদে গানরাজ প্রতিযোগিতা দিয়ে ক্যারিয়ার শুরু হয় পড়শীর। সেই প্রতিযোগিতায় নীলয়ও অংশ নিয়েছিলেন। সেখান থেকেই তাঁদের পরিচয়। এত দিন তাঁরা সম্পর্কের খবর গোপন রেখেছিলেন।

২০১০ সাল থেকে নীলয় তাঁর পরিবারসহ নিউইয়র্কে থাকেন। গত বছর নীলয়ের পরিবার বাংলাদেশে আসে। সে সময় দুই পরিবার তাঁদের বিয়ের বিষয়ে কথা বলেন। তবে এ মুহূর্তে নীলয় ও পড়শীর বিয়ের খবর প্রকাশ্যে আনতে চাইছেন না দুই পরিবারের সদস্যরা।

নিলয়। ছবি: সংগৃহীত

পড়শীর বিয়ে নিয়ে জানতে চাইলে তাঁর মা আজকের পত্রিকাকে জানান, পড়শীর ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চান না তিনি। বিয়ের খবরটি সত্য কি না জানতে চাইলে তিনি বলেন, ‘পড়শীর বিয়ের যে খবর ছড়িয়েছে, তা সত্যি হতে পারে, আবার মিথ্যাও হতে পারে। এই বিষয়ে আমাদের পরিবার থেকে কাউকে কোনো তথ্য দেওয়া হয়নি।’

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল

ফরিদা পারভীনের জন্মদিনে শিল্পকলায় বিশেষ আয়োজন

শুভমিতা ও ঊষা উত্থুপের কণ্ঠে সাবরিনার গান

কনসার্টে অস্থিরতার বছর

সংগীতে আলোচিত ঘটনা

বিশ্বসংগীতের জমকালো বছর

‘ময়না’র পর কোনাল-নিলয়ের নতুন গান ‘ও জান’

তুমুল হট্টগোলে ফরিদপুরে পণ্ড হলো কনসার্ট, আয়োজকদের দুষলেন জেমস

১০ ব্যান্ডের নতুন গান নিয়ে বিটিভিতে ব্যান্ড উৎসব

সম্মানী না পাওয়ার অভিযোগ মতিন চৌধুরীর, অস্বীকার করলেন দীপন