হোম > বিনোদন > গান

মমতাজ ও মিজানের কণ্ঠে এল কোক স্টুডিও বাংলার দ্বিতীয় গান

‘বেলা দ্বি-প্রহর, ধু-ধু বালুচর, ধূপেতে কলিজা ফাটে, পিয়াসে কাতর’-চৈত্রের দাবদাহে পরিবেশ-প্রকৃতির অবস্থা ঠিক এমনই। এই পরিস্থিতিতে মমতাজ যখন গেয়ে উঠলেন ‘আল্লাহ মেঘ দে, পানি দে’, তখন যেন সত্যিকার অর্থেই শীতল স্পর্শে ভিজিয়ে দিয়ে গেল সংগীত পিপাসুদের শরীর-মন। 

একমাসের মাথায় এল কোক স্টুডিও বাংলার দ্বিতীয় গান ‘প্রার্থনা’। শুক্রবার (১ এপ্রিল) রাতে প্রকাশ করা এ গানে মমতাজের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ব্যান্ডতারকা মিজান রহমান। দুই জনের অনবদ্য গায়কিতে কোক স্টুডিও বাংলার দ্বিতীয় গানটি যেন হলো আরও সমৃদ্ধ, আরও প্রাণবন্ত।

প্রায় দেড়মাস আগে (২৩ ফেব্রুয়ারি) প্রকাশ করা হয়েছিল কোক স্টুডিও বাংলার প্রথম গান ‘নাসেক নাসেক’। অনিমেষ রায়ের গাওয়া এ গানে ‘দোল দোল দুলুনি’ নিয়ে সঙ্গী হয়েছিলেন পান্থ কানাই। গানটি শ্রোতাদের এতটাই গভীরভাবে ছুঁয়ে গিয়েছিল যে, এখনও পথে-ঘাটে বাজতে শোনা যায় ‘নাসেক নাসেক’।

শ্রোতাদের মনে এ গানের রেশ জিইয়ে রেখেই মমতাজের কণ্ঠে এল পরবর্তী গান ‘আল্লাহ মেঘ দে পানি দে, ছায়া দে রে তুই’। এ গানের সঙ্গে ফিউশন করা হয়েছে ‘বাবা মাওলানা’। এ অংশটুকু গেয়েছেন মিজান রহমান।

মাখন মিয়া, অনিমেষ রায়, ওয়ার্দা আশরাফ, আরমিন মুসা, রুবাইয়াৎ রহমান, জান্নাতুল ফেরদৌস আকবর, বগা তালেব- তাঁরাও কণ্ঠ মিলিয়েছেন এ গানে। পুরো গানের সংগীতায়োজন করেছেন শায়ান চৌধুরী অর্ণব।

শুনুন মমতাজের কণ্ঠে কোক স্টুডিও বাংলার গান ‘প্রার্থনা’

বিয়ের গুঞ্জনে সিলমোহর দিলেন জেফার ও রাফসান

ইউসিবি নাইট মাতালেন রুনা লায়লা, হাবিব, প্রীতম ও দোলা

সোনার বাংলা সার্কাসের নতুন অ্যালবাম ‘মহাশ্মশান’

১০ বছরে কুঁড়েঘর ব্যান্ড

আইনি ব্যবস্থা নেবেন তৌসিফ

নব্বইয়ের দশকের আমেজে ফাহমিদা নবীর তিন গান

এ আর রাহমান এবার অভিনয়ে

নতুন অ্যালবাম নিয়ে ২০ মার্চ ফিরছে বিটিএস

কুমার বিশ্বজিতের সুরে মৌমিতার নতুন গান

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল