হোম > বিনোদন > গান

নেমেসিসের নতুন অ্যালবামে আশা-হতাশার গল্প

বিনোদন প্রতিবেদক, ঢাকা

নেমেসিস ব্যান্ডের সদস্যরা। ছবি: সংগৃহীত

১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময় নিল নেমেসিস। ৮ বছর পর নতুন অ্যালবাম ‘ভিআইপি’ নিয়ে হাজির হচ্ছে দলটি।

ইতিমধ্যে প্রকাশ পেয়েছে ভিআইপি অ্যালবামের দুটি গান। গত অক্টোবরে মুক্তি পায় ‘ভাঙা আয়না’ শিরোনামের গান। এর প্রায় এক বছর আগে প্রকাশ পেয়েছিল ‘ঘোর’। এই দুটি গান চতুর্থ অ্যালবামের জানালেও ঘোষণা করা হয়নি অ্যালবামের নাম। অবশেষে ১০ মে নেমেসিসের ফেসবুক পেজে জানানো হয় চতুর্থ অ্যালবামের নাম ভিআইপি, প্রকাশ পাবে ২৩ মে।

নেমেসিস ব্যান্ডের সদস্যরা। ছবি: সংগৃহীত

নতুন অ্যালবামের খবর জানিয়ে নেমেসিসের ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘নেমেসিস-এর চতুর্থ স্টুডিও অ্যালবাম: ভিআইপি। ২৩ মে আসছে, সব ডিজিটাল প্ল্যাটফর্মে। আমাদের শেষ অ্যালবামটা বের হয়েছিল ঠিক ৮ বছর আগে। এই দীর্ঘ সময়ে আমরা এক বৈশ্বিক মহামারির মুখোমুখি হয়েছি। দেখেছি ক্ষমতার অপব্যবহার। আমরা একদিকে যেমন হতাশায় ডুবে গেছি, আবার আশার আলোও দেখেছি। আর এসব অনুভূতির প্রতিফলন এই ১০টি গান। আমাদের ৪র্থ অ্যালবাম ভিআইপি রিলিজের খবরটা দিতে পেরে আমরা উচ্ছ্বসিত। আশা করি গানগুলো সবার ভালো লাগবে।’

নেমেসিস ব্যান্ডের ম্যানেজার রাজু আহমেদ জানান, ভিআইপি অ্যালবাম সাজানো হয়েছে ১০টি গান দিয়ে। যার মধ্যে থাকছে ঘোর ও ভাঙা আয়না। ২৩ মে নেমেসিসের ইউটিউব চ্যানেলে অ্যালবামের সব গান একসঙ্গে প্রকাশ করা হবে। অ্যালবামটির গানগুলো লিখেছেন ও সুর করেছেন ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট জোহাদ রেজা চৌধুরী। নিজেদের চতুর্থ অ্যালবাম প্রকাশকে কেন্দ্র করে দেশে ও বিদেশে বেশ কিছু কনসার্ট ট্যুরেরও পরিকল্পনা আছে নেমেসিসের।

নেমেসিসের লাইনআপ

জোহাদ রেজা চৌধুরী (ভোকাল ও গিটার), রাফসান (গিটার)

ইফাজ (গিটার)

রাতুল (বেজ গিটার) জেফ্রি (ড্রামস)

কনা বললেন, মেহেদিরাঙা ছবির সঙ্গে বিয়ের কোনো সম্পর্ক নেই

প্রকাশিত হলো শিরোনামহীনের ‘এই অবেলায় ২’

হারমোনি অব ফ্রেন্ডশিপে সোনার বাংলা সার্কাস

আতিফের সঙ্গে একই মঞ্চে গাইবে ব্যান্ড নেমেসিস ও ফুয়াদ

মৃত্যুর ৪ দিন পর প্রকাশিত হলো জেনস সুমনের নতুন গান

ঢাকায় বোম্বে এক্সপেরিয়েন্সের কনসার্ট ও মাস্টারক্লাস

ফারিণের মন গলাবেন ইমরান

একের পর এক বন্ধ হচ্ছে বিদেশি শিল্পীদের কনসার্ট

আমরা সূর্যমুখীর সুবর্ণজয়ন্তীতে গাইবে জলের গান

মারা গেছেন ‘একটা চাদর হবে’খ্যাত গায়ক জেনস সুমন