এবার আর সিংহলি ভাষায় নয়; শ্রীলঙ্কার ভাইরালকন্যা ইয়োহানি ডি’সিলভা গাইলেন হিন্দি গান। তা-ও আবার নতুন বলিউড ছবি ‘সিদ্দত’-এর টাইটেল গান। গতকাল ভারতীয় গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে। নিজের ইনস্টাগ্রাম, ইউটিউবে ভিডিওসহ সেই গান শেয়ারও করেছেন ইয়োহানি, যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
সম্প্রতি ‘সিদ্দত’ ছবির টাইটেল ট্র্যাক প্রকাশ পেয়েছে। গানের কথা, সুর ও সংগীত করেছেন মনন ভরদ্বাজ। মূল গানটিতে কণ্ঠও দিয়েছেন তিনি। নতুন করে ইয়োহানির গাওয়া গানটি ছবির প্রমোশনে ব্যবহার করা হবে বলে জানা গেছে।
এই গানের মধ্য দিয়ে ইয়োহানির সেই ইচ্ছে পূরণ হতে যাচ্ছে। তবে ধারণা করা হচ্ছে, এটাই ইয়োহানির শেষ গান নয়; বরং শুরু। এখন থেকে নিয়মিতই বলিউড ছবিতে পাওয়া যাবে তাঁর কণ্ঠ।
‘সিদ্দত’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখছেন ভিকি কৌশলের ভাই সানি কৌশল। তাঁর সঙ্গে জুটি বাঁধছেন ‘ইংলিশ মিডিয়াম’খ্যাত অভিনেত্রী রসিকা মদান।