দেশমাতৃকার গানের জন্য ব্যান্ড অবসকিওর বরাবরই প্রশংসিত। একটানা দেশের গান উপহার দিয়েছে তারা। করোনা পরিস্থিতির গণ্ডি কাটিয়ে ফের তীব্র প্রতিবাদী গান নিয়ে এল ব্যান্ডটি। এবারের বিষয় সাম্প্রতিক ঘটনা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান টি-২০ ম্যাচে দর্শক গ্যালারিতে দেখা গেছে চাঁদ-তারার পাকিস্তানি পতাকা! স্বাধীন বাংলার মাটিতে কারও মুখে বাংলা হরফে লেখা ‘পাকিস্তান জিন্দাবাদ’!
এটাই বিদ্ধ করেছে ব্যান্ডের সদস্যদের। তাই প্রকাশ করছে প্রতিবাদী গান ‘কণ্ঠ তোলো’, যা আসছে আজ ২৬ নভেম্বর।
টিপু আরও যোগ করে জানান, বাঙালির কয়েকটি প্রজন্মের ইতিহাস রক্তস্নাত। ২৩ বছরের পাকিস্তানি শাসনের অবসান হয় ৩০ লাখ শহীদ ও ৩ লাখ মা-বোনেদের ইজ্জতের বিনিময়ে। আজ বাংলাদেশের বুকে যেভাবে পাকিস্তানকে সমর্থন জানানো হয়েছে, তার বিরুদ্ধে গর্জে উঠেছে সারা দেশের সঙ্গে ব্যান্ড অবসকিওর।