হোম > বিনোদন > গান

নীলুর কণ্ঠে নতুন গান ‘যতই তোমায় ভালোবাসি’

নব্বইয়ের দশকের আধুনিক বাংলা গানের জনপ্রিয় গায়কদের একজন মোখলেছুল ইসলাম নীলু। ‘সুখপাখি উড়ে গেছে’, ‘সাগরের নীল থেকে’, ‘তোমারই জন্যে’, ‘আমার যে দিকটায় তুমি’, ‘বরষার রিমঝিম’-এমন অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি।

বাংলাদেশ টেলিভিশন ও বেতারের তালিকাভুক্ত এই শিল্পী তিন যুগের ক্যারিয়ারে প্রকাশ করেছেন ছয়টি একক অ্যালবাম। গেয়েছেন অসংখ্য অনুষ্ঠানে।

শনিবার নতুন গান নিয়ে হাজির হয়েছেন মোখলেছুল ইসলাম নীলু। ‘যতই তোমায় ভালোবাসি’ শিরোনামের গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর করেছেন শাওন গানওয়ালা। সংগীতায়োজনে আছেন আদিব কবির।

গানের সঙ্গে মিল রেখে গল্প সাজিয়ে এর ভিডিও তৈরি করেছেন সৈকত রেজা। ভিডিওতে মডেল হয়েছেন তারেক তাজ ও সাথী।

গানটি নিয়ে মোখলেছুল ইসলাম নীলু বলেন, ‘আমরা যখন গভীরভাবে কারো প্রেমে পড়ি, তখন তাকে যতই ভালোবাসি না কেন তা অল্প মনে হয়। আরও ভালোবাসার আকুলতায় ভরে ওঠে প্রেমিক মন। এমন অনুভূতি নিয়েই লেখা হয়েছে গানটি। ভিডিওটিও করা হয়েছে সে অনুযায়ী। শুদ্ধ ও সুরেলা গান যারা পছন্দ করেন, এ গানও তাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’

‘যতই তোমায় ভালোবাসি’ গানটি প্রকাশিত হয়েছে ডেডলাইন মিউজিকের ইউটিউব চ্যানেলে।

শুনুন নীলুর গাওয়া ‘যতই তোমায় ভালোবাসি’:

 

প্রকাশিত হলো শিরোনামহীনের ‘এই অবেলায় ২’

হারমোনি অব ফ্রেন্ডশিপে সোনার বাংলা সার্কাস

আতিফের সঙ্গে একই মঞ্চে গাইবে ব্যান্ড নেমেসিস ও ফুয়াদ

মৃত্যুর ৪ দিন পর প্রকাশিত হলো জেনস সুমনের নতুন গান

ঢাকায় বোম্বে এক্সপেরিয়েন্সের কনসার্ট ও মাস্টারক্লাস

ফারিণের মন গলাবেন ইমরান

একের পর এক বন্ধ হচ্ছে বিদেশি শিল্পীদের কনসার্ট

আমরা সূর্যমুখীর সুবর্ণজয়ন্তীতে গাইবে জলের গান

মারা গেছেন ‘একটা চাদর হবে’খ্যাত গায়ক জেনস সুমন

আলিয়ঁস ফ্রঁসেজে আজ সন্ধ্যায় ‘দ্য ট্র্যাডিশন অব মেলোডি’