নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে নেপালের জনপ্রিয় লোক সংগীতশিল্পী নীরা ছান্তিয়ালও রয়েছেন। ইয়েতি এয়ারলাইন্সের ওই ফ্লাইটে করে পোখারায় কনসার্টে যাচ্ছিলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
নীরার বোন হীরা ছান্তিয়াল শেরচান তার দেহ শনাক্ত করে জানান, মকর সংক্রান্তি উপলক্ষে অনুষ্ঠানে যোগ দিতে পোখারা যাচ্ছিলেন নীরা। নীরা মৃত্যুর আগে ফেসবুকে শেষ পোস্টে লিখেছিলেন, ‘আগামীকাল পোখারায় অনেক মজা হবে।’
রোববার সকালে নেপালের ইয়েতি এয়ারলাইনসের যাত্রীবাহী উড়োজাহাজ এটিআর-৭২ পোখারা বিমানবন্দরে নামার আগে পুরোনো বিমানবন্দর ও নতুন বিমানবন্দরের মাঝামাঝি সেতি নদীর তীরে বিধ্বস্ত হয়।
নেপালে প্রায়ই উড়োজাহাজ দুর্ঘটনার খবর পাওয়া যায়। এর আগে গত বছর মে মাসে একটি উড়োজাহাজ দুর্ঘটনায় ২২ আরোহীর সবাই নিহত হন।