হোম > বিনোদন > গান

প্রকাশ পেল তোহিদুল ইসলামের ভালোবাসা দিবসের গান 

ভালোবাসা দিবস কে সামনে রেখে সংগীতশিল্পী তোহিদুল ইসলামের নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পেল ‘ভ্যালেন্টাইন এ সিঙ্গেল’ শিরোনামে একটি গান চিত্র। পিয়াল আরাফাতের নির্দেশনায় গানটির ভিডিও চিত্রধারণ করা হয়েছে ঢাকার বিভিন্ন লোকেশনে। গানটির সুর করছেন কালাচাঁন খ্যাত এফ এ প্রীতম, সংগীত আয়োজন করেছেন এ এন ফরহাদ।

ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত গানটি প্রসঙ্গে তোহিদুল ইসলাম বলেন-‘আমি পেশাগত কাজের পাশাপাশি ভালো লাগার জায়গা থেকে গান করি। ‘ভ্যালেন্টাইন এ সিঙ্গেল’ শিরোনামের গানটি আসলে ইয়ং এবং সিংগেল যারা তাদের কথা মাথায় রেখে করা হয়েছে। গানের কথা গুলো ফানি এবং উপভোগ্য। রক-মেলো ধাঁচের মিউজিকে করা গানটি সবার ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি।’

ইতিমধ্যে আলোচিত সিনেমা ‘কিল হিম’-এর মাধ্যমে প্লেব্যাক শিল্পী হিসেবে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। তোহিদুল ইসলাম পেশায় একজন পুলিশ কর্মকর্তা। অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ছবিটিতে ‘আমার সঙ্গে চল’ শিরোনামের রোমান্টিক গানটিতে তোহিদুল ইসলামের সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন মৌমিতা তাসরিন নদী।

তোহিদুল ইসলাম ছোটবেলা থেকেই গানের সঙ্গে সম্পৃক্ত। পেশাগত কারণে গানের সঙ্গে নিয়মিত না হলেও, অনিয়মিত ভাবে গান করে চলেছেন। তোহিদুল ইসলাম বর্তমানে কাজ করছেন ডিএমপি’র উত্তরা বিভাগে অতিরিক্ত উপ-কমিশনার হিসেবে।

বাপ্পা মজুমদারের নতুন গান ‘এই ব্যথা’

ঢাকায় দুই কনসার্টে গাইলেন আতিফ আসলাম

হাসপাতাল থেকে ফিরে অভিমানী নচিকেতা

জয়তী ও সমরজিতের ‘যদি অকারণ’

প্রেম, বিচ্ছেদ ও স্মৃতির দোলাচলে ‘পালে লাগে নারে হাওয়া’

জুবিন গর্গের মৃত্যুর চার্জশিট দাখিল, চারজনের বিরুদ্ধে খুনের অভিযোগ

৬ ইয়াং স্টারকে নিয়ে ৩ বিচারকের গান

বাতিল হলো আতিফ আসলামের কনসার্ট, হতাশ শিল্পীরা

সংগীত নিয়ে রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা জানতে চান হামিন আহমেদ

বিজয়ের মাসে সুমীর চার গান