হোম > বিনোদন > গান

পলক মুচ্ছালের সঙ্গে হিন্দি গানে কণ্ঠ দিলেন-নাচলেন ক্রিকেটার রাসেল

তারকা ক্রিকেটারদের অনেককেই মাঠের বাইরে শখের বশে নাচ, গান, অভিনয়ের মতো বিনোদনের সঙ্গে মেতে থাকতে দেখা যায়। বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান থেকে শুরু করে ভারতের কোহলিসহ অনেক তারকা ক্রিকেটার পর্দায় নিয়মিত। এবার সে তালিকায় নাম লিখিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল। ভারতের জনপ্রিয় গায়িকা পলক মুচ্ছালের সঙ্গে একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি, এর সঙ্গে মিউজিক ভিডিও নাচতেও দেখা যাবে তাঁকে।

‘লাড়কি তো কামাল কি’ শিরোনামের গানটি প্রকাশ্যে আসবে আগামী ৯ মে। গানটির মিউজিক ভিডিওতে রাসেলের বিপরীতে অভিনয় করেছেন অভিকা গোর। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন পলাশ মুচ্ছাল। সম্পর্কে তিনি পলক মুচ্ছালের ভাই।

ভারতীয় সুরকার এবং চিত্র পরিচালক পলাশ মুচ্ছাল ভারতের অন্যতম তারকা নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানার কাছের বন্ধু। তাঁদের মধ্যে প্রেমের গুঞ্জনও সাম্প্রতিক সময় সোশ্যাল মিডিয়া উঠে এসেছে। প্রকাশ্যে কিছু না জানালেও চলতি বছরের নারী আইপিএলের ফাইনালে স্মৃতি মান্ধানার নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয়ের মুহূর্তে পলাশ মুচ্ছাল মাঠে উপস্থিত ছিলেন।

চলতি আইপিএলে দারুণ ফর্ম আছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল। বিধ্বংসী ব্যাটিংয়ের সঙ্গে এবার এই ক্যারিবিয়ান তারকা গান গেয়েও ভক্তদের কতটা মনোরঞ্জন করতে পারেন সেটাই দেখার। গানটি মুক্তি ইউটিউবে পাবে ৯ মে।

সম্মানী না পাওয়ার অভিযোগ মতিন চৌধুরীর, অস্বীকার করলেন দীপন

বড়দিন উপলক্ষে শিল্পকলায় বিশেষ আয়োজন

নতুন গান নিয়ে আসছেন পান্থ কানাই

হাদির জন্য গান

বাপ্পা মজুমদারের নতুন গান ‘এই ব্যথা’

ঢাকায় দুই কনসার্টে গাইলেন আতিফ আসলাম

হাসপাতাল থেকে ফিরে অভিমানী নচিকেতা

জয়তী ও সমরজিতের ‘যদি অকারণ’

প্রেম, বিচ্ছেদ ও স্মৃতির দোলাচলে ‘পালে লাগে নারে হাওয়া’

জুবিন গর্গের মৃত্যুর চার্জশিট দাখিল, চারজনের বিরুদ্ধে খুনের অভিযোগ