হোম > বিনোদন > গান

কে–পপ ওয়ার্ল্ড ফেস্টিভ্যালের অডিশনে বিজয়ী ৬ বাংলাদেশি দল

সারা বিশ্বে দ্রুত জনপ্রিয় হচ্ছে কে–পপ। তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে যাচ্ছে এই নতুন ঘরানার গান। বাংলাদেশও এর বাইরে নয়। শুধু শোনা নয়, এ দেশে চর্চাও চলছে কে–পপের। গড়ে উঠেছে বেশকিছু দল যারা কে–পপ গায়।

বাংলাদেশে কে–পপের জনপ্রিয়তা বিবেচনা করে কোরিয়ান দূতাবাস ২০১৫ সাল থেকে প্রতি বছর কে-পপ আয়োজন করে আসছে। করোনা সংক্রমনের কারণে ২০২০ সালে বার্ষিক কে-পপ ফেস্টিভ্যাল হয়নি। এ বছর হবে। এরইমধ্যে অডিশন রাউন্ডও শেষ হয়েছে।

জুন ও জুলাই মাসে অনুষ্ঠিত ২০২১ কে-পপ ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল বাংলাদেশ অডিশনে ছয়টি বাংলাদেশি দল বিজয়ী হয়েছে। বিজয়ীর নাম ঘোষণা করেছে ঢাকায় কোরিয়া প্রজাতন্ত্রের দূতাবাস।

এবারের অডিশন রাউন্ডে অংশ নিয়েছে ১৪২টি দল, যারা বাংলাদেশে কে–পপ চর্চা করছে। তাদের মধ্য থেকে সেরা ছয়টি দলকে বেছে নেওয়া হয়েছে। মনোনীত দলগুলো হলো-এলএক্সএস, ইএক্সডি, লস্ট ডাইনেস্টি, ডেক্সভার্স, হেভেনস ল এবং ব্লু পপারস।

এই ছয়টি দলকে পুরস্কার দেবে কোরিয়ান দূতাবাস। তাঁদের নাম জমা দেওয়া হবে চ্যাংওন কে-পপ ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল আয়োজকদের কাছে। যা এ বছরের অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হবে। আয়োজকরা যাদেরকে বেছে নেবেন, তাঁরা কে-পপ ওয়ার্ল্ড ফেস্টিভ্যালে অংশ নেওয়ার আমন্ত্রণ পাবেন।

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল

ফরিদা পারভীনের জন্মদিনে শিল্পকলায় বিশেষ আয়োজন

শুভমিতা ও ঊষা উত্থুপের কণ্ঠে সাবরিনার গান

কনসার্টে অস্থিরতার বছর

সংগীতে আলোচিত ঘটনা

বিশ্বসংগীতের জমকালো বছর

‘ময়না’র পর কোনাল-নিলয়ের নতুন গান ‘ও জান’

তুমুল হট্টগোলে ফরিদপুরে পণ্ড হলো কনসার্ট, আয়োজকদের দুষলেন জেমস

১০ ব্যান্ডের নতুন গান নিয়ে বিটিভিতে ব্যান্ড উৎসব

সম্মানী না পাওয়ার অভিযোগ মতিন চৌধুরীর, অস্বীকার করলেন দীপন