হোম > বিনোদন > গান

ফিরছে কনসার্ট, একদিনেই টিকিট বিক্রি শেষ

করোনার লকডাউন পরিস্থিতি কাটিয়ে এবার মঞ্চে ফিরছে দেশের ব্যান্ডগুলো। ইতিমধ্যেই মিলেছে কনসার্ট করার সরকারি অনুমোদন। তাই আগামী ১ অক্টোবর রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশনাল হলে ড্যান কেকের সৌজন্যে আয়োজন করা হয়েছে কনসার্ট। প্রথম দিনেই বিক্রি হয়ে গেছে কনসার্টের সব টিকিট। বিষয়টিকে আশাব্যঞ্জক হিসেবেই দেখছেন আয়োজকেরা।

ব্যান্ডগুলোর আয়ের মূল উৎস লাইভ কনসার্ট। করোনার কারণে যা দীর্ঘদিন বন্ধ ছিল। ব্যান্ডের এমন দুর্দশা নিয়ে অনেক ব্যান্ড তারকাই নিজেদের আক্ষেপের কথা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেছেন। এবার সেই কনসার্টে ফিরছে ব্যান্ডগুলো। ১ অক্টোবরের এই কনসার্টে দেশের জনপ্রিয় বেশ কিছু ব্যান্ড অংশ নেবে। এ তালিকায় রয়েছে আর্টসেল, শিরোনামহীন, আভয়েড রাফা, নেমিসিস, সাভাগ্রে, ইনকোর এবং আরেকটা রক ব্যান্ডসহ আরও কিছু ব্যান্ড।

প্রতিটি রেগুলার টিকিটের দাম ধরা হয়েছে ৩০০ টাকা আর প্রতিটি বিশেষ টিকিটের মূল্য ২ হাজার টাকা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইতিমধ্যেই কনসার্টের সব টিকিট বিক্রি হয়ে গেছে। শিরোনামহীন ব্যান্ডের দলপ্রধান জিয়াউর রহমান জিয়া বলেন, ‘অদ্ভুত ব্যাপার। টিকিট এক দিনে সোল্ড আউট। সবার আগ্রহ দেখে অবাক হয়েছি। কনসার্টে পারফর্ম করার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা এখন কনসার্টের দিনের অপেক্ষায় আছি। মনে হচ্ছে প্রাণ ফিরে পেলাম। নতুন উদ্যম আসবে গানে। আশা করি আবার নতুন করে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে সবাই। এবারের আয়োজনটা সফল হলে নিয়মিত কনসার্ট আয়োজন করার অনুরোধ থাকবে আয়োজকদের প্রতি।’

এদিকে ব্যান্ড সংগীতপ্রেমীদের মধ্যে কনসার্টটি নিয়ে বেশ উৎসাহ দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শিল্পীদের দৃষ্টি আকর্ষণ করে পোস্ট দিচ্ছেন অনেকেই। কেউ কেউ চেষ্টা করছেন ব্যান্ডের সদস্যদের কাছ থেকে কনসার্টের টিকিট সংগ্রহ করার।

সোনার বাংলা সার্কাসের নতুন অ্যালবাম ‘মহাশ্মশান’

১০ বছরে কুঁড়েঘর ব্যান্ড

আইনি ব্যবস্থা নেবেন তৌসিফ

নব্বইয়ের দশকের আমেজে ফাহমিদা নবীর তিন গান

এ আর রাহমান এবার অভিনয়ে

নতুন অ্যালবাম নিয়ে ২০ মার্চ ফিরছে বিটিএস

কুমার বিশ্বজিতের সুরে মৌমিতার নতুন গান

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল

ফরিদা পারভীনের জন্মদিনে শিল্পকলায় বিশেষ আয়োজন

শুভমিতা ও ঊষা উত্থুপের কণ্ঠে সাবরিনার গান