এই প্রজন্মের তরুণ শিল্পী শাহরুখ কবিরের ক্যানসারে আক্রান্ত মাকে বাঁচাতে নিজের করা গান বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন শিল্পী মুসাফির আরিয়ান। সেই সঙ্গে শাহরুখের মাকে বাঁচাতে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।
মুসাফির আরিয়ানের নিজের করা নিচের গানগুলো বিক্রির জন্য সিদ্ধান্ত নিয়েছেন,
১. এতো আয়োজন
২. বুঝিনি তোমায়
৩. যদি মন ভাসে
৪. শারদ সন্ধ্যা
৫. ছুটছে একটা তারা
৬. এইভাবে কাছে এসে
৭. তোমায় নিয়ে গান লিখিনি
৮. যদি কোনো দিন
৯. তোমার জন্যে নয়
১০. আমায় যদি
১১. স্মৃতির শহর
১২. একলা রই
আরিয়ান বলেন, ‘আমার বন্ধু-ছোট ভাই অত্যন্ত বিনয়ী, অসাধারণ একজন মানুষ শিল্পী শাহরুখ কবির। তাঁর ক্যানসারে আক্রান্ত অসুস্থ মায়ের চিকিৎসার সহায়তার জন্য আমার ১২টি অরিজিনাল গানের অডিও বিক্রি করতে চাই। এখান থেকে যেটুকু অর্থ আসে তা আমি শাহরুখের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার গান কিনতে চাইলে সরাসরি আমাকে ফেসবুকে নক দিতে পারেন। আমার ফেসবুক অ্যাকাউন্টের লিংক।’
আরিয়ান আরও বলেন, ‘আমার সকল বন্ধুর প্রতি অনুরোধ জানাই অসুস্থ মায়ের সহায়তায় এগিয়ে আসার জন্য। যার যেটুকু সামর্থ্য আছে তা দিয়েই সহায়তা পাঠানোর অনুরোধ রইল।’
তরুণ গায়ক শাহরুখ কবির ২০১৭ সালের বিজয় দিবসে ‘জন্মকথা’ শিরোনামের একটি গান প্রকাশ করেছিলেন। সেই গানের প্রশংসা করছিলেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী কবির সুমন। ‘জন্মকথা’ গানের শিল্পী সেই শাহরুখ তাঁর মা-বাবার একমাত্র সন্তান।
ক্যানসারে আক্রান্ত মাকে বাঁচাতে সামর্থ্যবানদের কাছে আর্থিক সহযোগিতার আবেদন করেছেন শিল্পী শাহরুখ কবির। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীর কাছে মায়ের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার অনুরোধ জানিয়েছেন।
স্ট্যাটাসে শাহরুখ কবির আরও লিখেছেন, ‘আমি মোটামুটিভাবে সাধারণ একজন মানুষ। আমি সব সময় সবটুকু দিয়ে আমার মাকে ভালো রাখার চেষ্টা করে আসছি অনেক দিন ধরে। কিন্তু আমার একার পক্ষে সব সামলিয়ে নেওয়া অনেক কঠিন হয়ে যাচ্ছে। আমার মায়ের বেঁচে থাকার আকুলতা এবং এত কিছুর পরেও “আলহামদুলিল্লাহ, ভালো আছি” বলা দেখলে ভেতরটা মোচড় দিয়ে ওঠে, আমরা সবাই মিলে যদি ওনাকে আর কয়েকটা দিন পৃথিবীর আলো দেখাতে পারি...। সম্ভব হলে সহযোগিতা করার চেষ্টা করবেন। হায়াত-মউত আল্লাহর হাতে, কিন্তু আমার মায়ের জন্য আমাদের হাতে সময় অনেক কম।’
শাহরুখ কবিরের মাকে আর্থিক সহায়তা করতে নিচের নম্বরে যোগাযোগ করুন,
বিকাশ নম্বর: 01788091642
বিকল্প বিকাশ: 01991303953 (শাহরুখের কাজিন নিকিতা)
নগদ নম্বর: 01991303953 (শাহরুখের কাজিন নিকিতা)
ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট
নাম: শাহরুখ কবির
অ্যাকাউন্ট নম্বর: 1781510155936
ব্রাঞ্চ: শান্তিনগর
মোবাইল: 01788091642
ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্ট:
অ্যাকাউন্টের নাম: মোহাম্মদ মশিউর মোরশেদ
অ্যাকাউন্ট নম্বর: 1507 2038 4509 8001
ব্রাঞ্চ: বনানী, ঢাকা
মোবাইল: 01674930481
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অ্যাকাউন্ট:
অ্যাকাউন্টের নাম: মোহাম্মদ মশিউর মোরশেদ
অ্যাকাউন্ট নম্বর: 18366308901
ব্রাঞ্চ: গুলশান, ঢাকা
মোবাইল: 01674930481