প্রতিষ্ঠার দশ বছর পূর্ণ করল জয়িতা ফাউন্ডেশন। ২০১১ সালে যাত্রা শুরু করে সংস্থাটি।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন জয়িতা ফাউন্ডেশনের দশম বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে আয়োজন করা হয় গান ও ফ্যাশন শো।
সোমবার (৬ ডিসেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এ আয়োজনে জয়িতার নারী উদ্যোক্তাদের তৈরি পোশাক পরে ফ্যাশন শোতে অংশ নেন দেশের জনপ্রিয় কয়েকজন র্যাম্প মডেল।
গান গেয়ে শোনান সংগীতশিল্পী পুতুল ও রাজীব। অনুষ্ঠানে জয়িতা ফাউন্ডেশনের ওপর একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।
এ অনুষ্ঠানে সারা দেশ থেকে আসা ৩৫ জন জয়িতা নারী উদ্যোক্তার তৈরি পোশাক ও খাদ্যসামগ্রী প্রদর্শনের ব্যবস্থা ছিল।
এক দশক ধরে নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জয়িতা ফাউন্ডেশন।