হোম > বিনোদন > গান

লিভিং রুম সেশনে গাইলেন মুজিব পরদেশী

গত ভালোবাসা দিবসে শুরু হয়েছে পাভেল আরিনের সংগীতায়োজনে মিউজিক সেশন ‘টাইম জোন লিভিং রুম সেশন’। কনার কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ভালোবেসে সখী’ গান দিয়ে শুরু হয় প্রথম সিজন। গতকাল প্রকাশ পেয়েছে মুজিব পরদেশীর ‘মন তোরে পারলাম না বোঝাইতে’ গানটি। গীতিকার ও সুরকার হাসান মতিউর রহমানের অনবদ্য এই গানটি নতুন করে সংগীত আয়োজন করেছেন পাভেল আরিন।

নতুন এই গানটি নিয়ে পাভেল আরিন বলেন, ‘বাংলা ফোক মিউজিককে নতুন রূপে উপস্থাপন করেছেন মুজিব পরদেশী। তাঁর গানের সঙ্গে অনেক আগে থেকে পরিচিত হলেও ২০১৫ থেকে ব্যক্তিগত পরিচয়। আমার এক ডাকেই বিনা বাক্যে মামা আসলেন, গাইলেন, আর সারা রাত আড্ডা দিলেন। শুনলাম তার বর্ণাঢ্য জীবনের গল্প।’

হাসান মতিউর রহমানের ‘মন তোরে পারলাম না বুঝাইতে’ গানটি বেছে নেওয়ার প্রসঙ্গে পাভেল বলেন, ‘অনেক আগে থেকেই  গানটা আমার পছন্দ। কী সহজে কত সুন্দর উপস্থাপন। সুর এবং কথার অনবদ্য মেলবন্ধন। অনেক আগে থেকেই পরিকল্পনা ছিল যে এই গানটিকে যদি নতুন সাউন্ডে কিছু করা যায়। কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই শ্রদ্ধেয় হাসান মতিউর রহমানের প্রতি। তিনি ভালোবেসে এ গানটি নতুন করে উপস্থাপনের অনুমতি দিয়েছেন আমাদের।’

বৃহস্পতিবার গানটি প্রকাশ করা হয় টাইমজোন নিবেদিত লিভিং রুম সেশনের ইউটিউব চ্যানেলে। লিভিং রুম সেশনের প্রথম সিজনের গানগুলোর মধ্যে রয়েছে আটটি রিমিক্স ও একটি মৌলিক গান। এখন পর্যন্ত প্রকাশিত গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কনা, ইমরান, কাজল দেওয়ান, জাহিদ নীরব ও ইন্নিমা। গানগুলোর অডিও প্রোডাকশন করেছে বাটার কমিউনিকেশন। ভিডিও নির্মাণ করেছেন মারুফ রায়হান।

১০ বছরে কুঁড়েঘর ব্যান্ড

আইনি ব্যবস্থা নেবেন তৌসিফ

নব্বইয়ের দশকের আমেজে ফাহমিদা নবীর তিন গান

এ আর রাহমান এবার অভিনয়ে

নতুন অ্যালবাম নিয়ে ২০ মার্চ ফিরছে বিটিএস

কুমার বিশ্বজিতের সুরে মৌমিতার নতুন গান

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল

ফরিদা পারভীনের জন্মদিনে শিল্পকলায় বিশেষ আয়োজন

শুভমিতা ও ঊষা উত্থুপের কণ্ঠে সাবরিনার গান

কনসার্টে অস্থিরতার বছর