হোম > বিনোদন > গান

অণিমা রায়ের নতুন গান ‘তুমি রবে নীরবে’

বিনোদন প্রদিবেদক

বড়দিন ও ইংরেজী নববর্ষ উপলক্ষে রবীন্দ্রসঙ্গীত শিল্পী অণিমা রায়ের কন্ঠে প্রকাশ পেয়েছে ‘তুমি রবে নীরবে’ গানটি। রবীন্দ্রনাথের জনশ্রুত এই গানটির সঙ্গীতায়োজন করেছেন প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তৈরি হয়েছে গানটির ভিডিও।

গানটি প্রসঙ্গে অণিমা রায় বলেন, ‘রবীন্দ্রনাথের অনেক গান করা হলেও এই জনপ্রিয় গানটির আলাদা করে রেকর্ড করা হয়ে ওঠেনি আগে। অথচ আমার প্রায় অধিকাংশ স্টেজ শোতেই এই গানটির দাবী থাকে শ্রোতাদের। গানটি মিস্টি প্রেমের। তাই বড়দিন বা নতুন বছরকেই উপলক্ষ করা হলো। শ্রোতা-দর্শকদের একজন শিল্পী হিসেবে আজীবন ভালো গানটাই উপহার দিতে চাই। এই অস্থির সময়ে রবীন্দ্রনাথের যে কোনো গানই আসলে শান্তির বার্তা বয়ে আনে। সবাই গানটি শুনবেন, সেটিই প্রত্যাশা।’

মানিকগঞ্জের জমিদার বাড়িতে গানটির ভিডিও ধারণ করা হয়েছে। গানটির ভিডিও পরিচালনা করেছেন ইয়ামিন ইলান। কোলাহল কমিউনিকেশন প্রযোজিত গানটি প্রকাশ করা হয়েচে শিল্পী অণিমা রায়ের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।

ঢাকায় দুই কনসার্টে গাইলেন আতিফ আসলাম

হাসপাতাল থেকে ফিরে অভিমানী নচিকেতা

জয়তী ও সমরজিতের ‘যদি অকারণ’

প্রেম, বিচ্ছেদ ও স্মৃতির দোলাচলে ‘পালে লাগে নারে হাওয়া’

জুবিন গর্গের মৃত্যুর চার্জশিট দাখিল, চারজনের বিরুদ্ধে খুনের অভিযোগ

৬ ইয়াং স্টারকে নিয়ে ৩ বিচারকের গান

বাতিল হলো আতিফ আসলামের কনসার্ট, হতাশ শিল্পীরা

সংগীত নিয়ে রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা জানতে চান হামিন আহমেদ

বিজয়ের মাসে সুমীর চার গান

যৌথ আয়োজনে হবে আতিফ আসলামের কনসার্ট