হোম > বিনোদন > গান

অনু মালিকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ সোনু নিগামের

ভারতের জনপ্রিয় গায়কদের একজন সোনু নিগাম। আজ তাঁর এ জায়গায় পৌঁছানোর পেছনে রয়েছে জনপ্রিয় গায়ক অনু মালিকের বিশাল অবদান। ‘গুরুজি’ হিসেবে তাঁকে মানেনও সোনু নিগাম। বহু সুপারহিট গান উপহার দিয়েছেন এ জুটি।

তবে এবার অনু মালিক প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেছেন সোনু নিগাম। সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনু গায়ক-সুরকার অনু মালিকের সঙ্গে সম্পর্কের ধরন ও প্রথম পরিচয়ের সময়কার আলাপ প্রকাশ্যে এনেছেন বলে জানিয়েছেন হিন্দুস্তান টাইমস।

সোনুর কথায়, ‘আমার সঙ্গে তার আলাপ ১৪ বছর বয়সে। আমি তখন সদ্য একটি রিয়্যালিটি শো জিতেছিলাম। সে সময় উনি বলেছিলেন, ‘‘বড় হলে ওকে আমার কাছে নিয়ে এসো।’’’

তিনি আরও বলেন, ‘রিয়্যালিটি শো জিতে যখন আমি বাবার সঙ্গে মুম্বাই আসি তখন অনু মালিকের সঙ্গে দেখা করতে যাই। আমাকে বিশেষ পাত্তা দেননি তিনি। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারি তাঁর সঙ্গে কেমন ব্যবহার করতে হবে। আসলে যত তুমি ভয় পাবে, উনি তত ভয় দেখাবেন। তাঁর ব্যবহারে প্রথম প্রথম বেশ ভয় পেতাম। আমাকে একপ্রকার পীড়নই করতেন, রীতিমতো হেনস্তা করতেন। আমার চেয়ে বড় ছিলেন। এ ছাড়া অভিজ্ঞতাও ছিল বেশি। তবে উনি আমার গুরুজি।’

অনু মালিকের কম্পোজিশনে একাধিক সিনেমায় গান গেয়েছেন সোনু নিগম। তার মধ্যে ‘রিফিউজি’, ‘সৈনিক’, ‘হাসিনা মান যায়েগি’, ‘ফিজা’, ‘তু হাওয়া হ্যায়’, ‘দিল জো পেয়ার করেগা’, ‘বাদল’, ‘মিলনে সে দারতা হ্যায় দিল’, ‘ওম জয় জগদীশ’, ‘চোরি চোরি’ ও ‘জান-এ-মন’ উল্লেখযোগ্য।

কবীর সুমনের কথা ও সুরে সিনেমায় আসিফের গান

এ আর রাহমানের অভিযোগের পাল্টা যুক্তি দিলেন শান

৭২ বছর বয়সে আত্মজীবনী লিখলেন অঞ্জন দত্ত

বিয়ের গুঞ্জনে সিলমোহর দিলেন জেফার ও রাফসান

ইউসিবি নাইট মাতালেন রুনা লায়লা, হাবিব, প্রীতম ও দোলা

সোনার বাংলা সার্কাসের নতুন অ্যালবাম ‘মহাশ্মশান’

১০ বছরে কুঁড়েঘর ব্যান্ড

আইনি ব্যবস্থা নেবেন তৌসিফ

নব্বইয়ের দশকের আমেজে ফাহমিদা নবীর তিন গান

এ আর রাহমান এবার অভিনয়ে