দুর্গাপূজা উপলক্ষে সাউন্ড বিডি প্রকাশ করল বড় বাজেটের গান ‘মায়ের আগমনী’। মিল্টন খন্দকারের কথা ও সুরে গানটি গেয়েছেন জয় ও অবন্তী দেব সিঁথি। তাঁদের সঙ্গে কোরাস কণ্ঠ দিয়েছেন সুপ্রকাশ, শান্তা সাহা, দীপ্তি সরকার ও এনামুল।
৪ অক্টোবর সাউন্ড বিডির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি। মিউজিক কম্পোজিশন করেছেন ক্লোজআপ ওয়ান তারকা অপু আমান। গানের ভিডিও নির্দেশনা দিয়েছেন সৌমিত্র ঘোষ ইমন। ঢাকেশ্বরী মন্দির ও রমনা কালীমন্দিরে ভিডিওর শুটিং হয়েছে। মডেল হয়েছেন ইমতু ও অলংকার।
সিঁথি বলেন, ‘পূজা উপলক্ষে গানটি করতে পেরে খুব ভালো লাগছে। আমরা শিল্পী-কলাকুশলীরা সবাই চেষ্টা করেছি এবারের পূজায় নজরকাড়া, মনকাড়া একটি গান উপহার দিতে। এখন দর্শক-শ্রোতাদের ভালো লাগলেই আমাদের চেষ্টা সার্থক হবে।’